AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গর্ভে কার সন্তান? বিনোদ মেহেরার! প্রেগন্যান্ট মৌসুমীকে আচমকা প্রশ্ন রাজেশ খান্নার, তারপর…

তার উপর যদি সেই অভিনেতা ইন্ডাস্ট্রিতে নতুন হন, তাহলে মানসিক চাপ তাঁর উপর বেশিমাত্রায়। অন্তত, গুঞ্জন পাড়ায় রটে যাওয়া নানা খবরে ইন্ডাস্ট্রির অন্দরের এমন চিত্রই ফুটে ওঠে।

গর্ভে কার সন্তান? বিনোদ মেহেরার! প্রেগন্যান্ট মৌসুমীকে আচমকা প্রশ্ন রাজেশ খান্নার, তারপর...
| Updated on: Aug 18, 2025 | 7:51 PM
Share

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে এমন অনেক ঘটনা ঘটে যায়, যা কোনও অভিনেতা বা অভিনেত্রীকে মানসিক আঘাত হানে। তা কাস্টিং কাউচ হোক কিংবা সহকর্মীদের আচরণ। তার উপর যদি সেই অভিনেতা ইন্ডাস্ট্রিতে নতুন হন, তাহলে মানসিক চাপ তাঁর উপর বেশিমাত্রায়। অন্তত, গুঞ্জন পাড়ায় রটে যাওয়া নানা খবরে ইন্ডাস্ট্রির অন্দরের এমন চিত্রই ফুটে ওঠে। এমনকী, এক কাণ্ড ঘটেছিল ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে।

মৌসুমীর সিনেমার কেরিয়ার শুরু খুবই অল্প বয়সেই। এমনকী, মাত্র ১৬ বয়সেই হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের। প্রথম থেকেই হাসিখুশি মেজাজের এই অভিনেত্রী মন ছুঁয়ে নেন সিনেপ্রেমীদের। বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে জমিয়ে অভিনয় করেন মৌসুমী। অমিতাভ বচ্চন, শশী কাপুর, রাজেশ খান্না, কেউ বাদ যাননি। বাংলা উত্তম থেকে রঞ্জিত মল্লিকের নায়িকা হয়ে পর্দা কাঁপিয়েছেন তিনি। কিন্তু জানেন কি, বরাবরই হাসিখুশি থাকা এই মৌসুমীকে নোংরা মন্তব্য করেছিলেন রাজেশ খান্না! যা শুনে খুবই বিরক্ত ও অসম্মানিত হয়েছিলেন অভিনেত্রী। তবে চুপ থাকেননি। সপাটে জবাবও দিয়েছিলেন। তারপর থেকেই নাকি রাজেশের সঙ্গে একেবারে কথা বন্ধ করে দিয়েছিলেন মৌসুমী।

মৌসুমীকে ঠিক কী বলেছিলেন সুপারস্টার রাজেশ খান্না ?

এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়ে ছিলেন, তখন আমি অন্তঃসত্ত্বা। শুটিং ফ্লোরে দেখা হওয়ার পর রাজেশকে সেটা জানিয়ে ছিলাম। হঠাৎ করেই সবার সামনে অদ্ভুত এক প্রশ্ন করেন রাজেশ। আমাকে জিজ্ঞাসা করেন, আমার গর্ভের সন্তানটা স্বামীর নাকি বিনোদ মেহেরার! খুব রাগ হয়েছিল সেদিন। তবে আমি চুপ থাকিনি। বরং জবাবে বলেছিলাম, ডিম্পলের সন্তান কি ঋষি কাপুরের? এরপর থেকে রাজেশের সঙ্গে আর কোনওদিনই কথা বলিনি। কাজও করিনি।

একসময় বিনোদন মেহেরার সঙ্গে নাম জড়িয়ে মৌসুমীকে নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন শুরু হয়। অন্যদিকে, গুঞ্জন ছিল ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুরের নিয়েও।