Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভদিনে বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করে বিপাকে উরফি জাভেদ

Urfi Javed: উরফি জাভেদকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর পোশাক বারেবারেই থাকে চর্চায়। কিছু মাস আগেই তাঁর বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠন।তাই এই যজ্ঞ, হোমকে অনেকেই 'ড্যামেজ কন্ট্রোল' অথবা 'পাব্লিসিটি স্টান্ট'ও আখ্যা দিয়েছেন।

শুভদিনে বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করে বিপাকে উরফি জাভেদ
বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করে বিপাকে উরফি জাভেদ
Follow Us:
| Updated on: Jan 22, 2024 | 7:41 PM

কিছু ঘণ্টা আগেই অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার। সারা বিশ্বকে সাক্ষী রেখে সেই মাহেন্দ্রক্ষণে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যখন সারা দেশ উদ্ভাসিত তখন এই আনন্দ ভাগ করে নিয়েছিলেন উরফি জাভেদও। বাড়িতেই আয়োজন করেছিলেন এক মহাযজ্ঞের। কিন্তু এ কী! তাঁর সেই ভিডিয়ো সামনে আসতেই চরম কটাক্ষের মুখোমুখি হতে হল উরফিকে। পড়তে হল কঠিন ট্রোলিংয়ের সামনে।

উরফি নিজেই শেয়ার করেছিলেন ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা গিয়েছেন শাড়ি পরে মহাযজ্ঞে সামিল হয়েছেন তিনি। নেপথ্যে ‘রাম সিয়া রাম’ও চলছিল। ওই ভিডিয়ো ভালভাবে নেননি কট্টরপন্থীদের একটা বড় অংশ। জন্মসূত্রে উরফি মুসলিম। মুসলিম হয়েও কেন হিন্দু রীতিনিতি পালন? এই প্রশ্নই তাঁর দিলে ছুড়ে দিয়েছেন ওঁরা। যদিও উরফি এই নিয়ে কোনও মন্তব্য করেননি। অতীতেও একাধিক হিন্দু উৎসবে সামিল হতে দেখা গিয়েছে তাঁকে।

উরফি জাভেদকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর পোশাক বারেবারেই থাকে চর্চায়। কিছু মাস আগেই তাঁর বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠন।তাই এই যজ্ঞ, হোমকে অনেকেই ‘ড্যামেজ কন্ট্রোল’ অথবা ‘পাব্লিসিটি স্টান্ট’ও আখ্যা দিয়েছেন। উরফি বরাবরই নিজের শরীরকে নিজের ইচ্ছেমতো সাজানোর কথা বলে এসেছেন। এও বলেছেন তিনি যা মনে করেন তাই করে, লোকের মতামত, কুৎসা, নিন্দা তাই তাঁর কাছে খুব একটা মূল্য রাখে না।

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)