Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্নানঘরে উর্বশীর ২৩ সেকেন্ডের টেপ ভাইরাল! কার দিকে আঙুল উঠছে?

Urvashi Rautela: দিন কয়েক আগে সিনেমার সেটেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তাঁর টিম জানায়, এক অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে হাড় ভেঙেছে তাঁর। হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। হয় অস্ত্রোপচারও। এরই মধ্যেই ভিডিয়ো ভাইরাল! উর্বশীর কী সাফাই দেন, সে দিকেই নজর সকলের।

স্নানঘরে উর্বশীর ২৩ সেকেন্ডের টেপ ভাইরাল! কার দিকে আঙুল উঠছে?
নোংরা কাজে কার দিকে আঙুল?
Follow Us:
| Updated on: Jul 20, 2024 | 5:42 PM

ফের আলোচনায় অভিনেত্রী উর্বশী রাউতেলা। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে স্নানঘরে স্নানের জন্য পোশাক খোলার প্রস্তুতি নিচ্ছেন উর্বশী রাউতেলার মতো দেখতে এক মহিলা। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা) বিভিন্ন পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এর পরেই শুরু আলোচনা। এমন কুৎসিত কাজ করল কে? অভিনেত্রীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে কে?

ভিডিয়োটি ২৩ সেকেন্ডের। তাতে দেখা যাচ্ছে হলুদ রঙের এক সালোয়ার কামিজ পরে স্নানঘরে ঢুকছেন অভিনেত্রী। এর পরেই এক এক করে পোশাক খুলতে শুরু করেন তিনি। ব্যস, এর পরেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো। এ নিয়ে যখন চলছে মাতামাতি তখন নেটিজেনদের একাংশের নজর এড়ায়নি উর্বশীর গলার মঙ্গলসূত্রটি। তিনি বিবাহিত নন। তাহলে মঙ্গলসূত্র কোথা থেকে এল? প্রশ্ন তুলেছেন তাঁরা। অনেকের দাবি, হতে পারে এটি কোনও সিনেমার দৃশ্য। আবার অনেকেই আঙুল তুলেছেন খোদ অভিনেত্রীর দিকেই। তাঁদের দাবি, আসন্ন ছবির প্রচারের জন্য এ হেন পন্থা নিজেই বেছেছেন উর্বশী। দিনের শেষে নেতিবাচক বা ইতিবাচক যাই হোক না কেন, প্রচার তো সেই প্রচারই। যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি দেখা যায়নি উর্বশীকে।

দিন কয়েক আগে সিনেমার সেটেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তাঁর টিম জানায়, এক অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে হাড় ভেঙেছে তাঁর। হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। হয় অস্ত্রোপচারও। এরই মধ্যেই ভিডিয়ো ভাইরাল! উর্বশীর কী সাফাই দেন, সে দিকেই নজর সকলের।