AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনেত্রী লিলি চক্রবর্তী ভীষণই অসুস্থ, ফুসফুসে একদমই জোর নেই, শ্বাস নিতেও কষ্ট…

Lily Chakraborty Very Ill: খুবই অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাঁকে নিয়ে বেশ চিন্তায় সক্কলে। 'নিম ফুলের মধু' সিরিয়ালেও তাঁকে দেখা যাচ্ছে না। হাসপাতালে ১২ দিন কাটিয়েছেন। আর কি অভিনয় করতে পারবেন না লিলি?

অভিনেত্রী লিলি চক্রবর্তী ভীষণই অসুস্থ, ফুসফুসে একদমই জোর নেই, শ্বাস নিতেও কষ্ট...
লিলি চক্রবর্তী।
| Updated on: Mar 20, 2024 | 11:14 AM
Share

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দারুণ একটি চরিত্রে অভিনয় করছিলেন বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী লিলি চক্রবর্তী। স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তমকুমার, অভিনয় করেছেন সকলের সঙ্গেই। সকলের সঙ্গে সমানতালে পারফর্ম করে গিয়েছেন তিনি। এই ৮২ বছর বয়সে এসেও দাপটের সঙ্গে অভিনয় করছেন দমদমনিবাসী লিলি। টিআরপিতে ভাল নম্বর পাওয়া ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু ইদানীং তাঁকে আর দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। বাড়ির বউ পর্ণাকে সব কিছু থেকে আগলে রাখা ঠাকুমা মিসিং। কী হয়েছে তাঁর?

লিলি চক্রবর্তীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে TV9 বাংলা। ফোনের ওপারে হাঁপাতে-হাঁপাতে ‘হ্যালো’ ভেসে ওঠে লিলির। সেই সঙ্গে উৎকণ্ঠা, “আমি ভাল নেই। শরীর খুব খারাপ আমার।” সঙ্গে কাশিও শোনা গেল লিলির। বললেন, “আর বলবেন না, আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম।” প্রতিবেদকের সঙ্গে লিলির কথা হয়েছে মঙ্গলবার, ১৯ মার্চ।

বিগত ১২দিন হাসপাতালে ভর্তি ছিলেন লিলি। শুটিংয়ে যেতে পারেননি। ছাড়া পেয়ে চিকিৎসকের কড়া নিয়মে চলছেন বাড়িতে। কিন্তু কী হয়েছিল লিলির? করোনার সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছিলেন অনেকদিন পর। ফের তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লিলি বলেন, “আমার তো শরীর ভাল যাচ্ছে না। হাই ব্লাড সুগার। হাঁপানি। সিওপিডি (ফুসফুসের সমস্যা)। এই তিনটে কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল আমাকে। আমার তো আগে থেকেই সিওপিডি ছিল। ফুসফুস আমার খুবই দুর্বল। এবারটা খুবই কাবু করে দিয়েছিল। বাড়িতে ফিরেছি। সুস্থ হচ্ছি ধীরে-ধীরে। শুটিংয়ে যেতে পারিনি। সেই কারণেই ‘নিম ফুলের মধু’তে আমাকে দেখা যাচ্ছে না।”

এত অসুস্থতার মধ্যে কি লিলি ফিরতে পারবেন কাজে? ফোনের ওপারের স্তিমিত কণ্ঠ দৃপ্ত করে লিলি বললেন, “আমি কিন্তু একটু সুস্থ হলেই কাজে ফিরব। চিন্তা করবেন না আপনারা। ‘নিল ফুলের মধুর’ সেটে না গিয়ে কি পারি?” ১২ দিনের শারীরিক ধকল কাটিয়ে ওঠার পর আত্মবিশ্বাসী শোনায় লিলিকে, “ওটাই তো আমার ঘরবাড়ি। আমার বেঁচে থাকার রসদ। কাজই তো বাঁচিয়ে রাখে আমাদের মতো শিল্পীকে।”

সম্প্রতি কিডনি এবং বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ৮৬ বছরের অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কোমায় ছিলেন তিনি। ‘গীতা এলএলবি’ সিরিয়ালে তিনি এক আইনজীবী এবং ঠাকুমার চরিত্রে অভিনয় করছিলেন দাপটের সঙ্গে। সম্ভবত, তিনি আর কাজে ফিরতে পারবেন না, TV9 বাংলাকে অন্তত তেমনটাই জানিয়েছেন বাসন্তীদেবীর গাড়ির চালক এবং বাড়ির লোকজন। কিন্তু লিলি? তিনি ফিরছেন। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অভিনেত্রী, যিনি লিলির পুত্রবধূর চরিত্রে অভিনয় করেন, সেই অরিজিতা মুখোপাধ্যায় দারুণ মিস করছেন লিলিকে। তাঁর মতো বাকিরাও মিস করছেন লিলিকে। যেহেতু সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী লিলিকে ‘মা’ সম্বোধন করেন, তাই বাস্তবেও সেই ‘মা’ ডাকেই লিলিকে ডাকেন অরিজিতা। বললেন, “আমাদের ‘নিম ফুলের মধু’তে মায়ের বিকল্প নেই। তাঁর রিপ্লেসমেন্টের কথা আমরা কেউ চিন্তাই করিনি। তিনি ফিরে আসবেন কাজে, আমরা সেই অপেক্ষাতেই সকলে আছি। মা এলে আমাদের উঠোনটা পূর্ণ হয়ে উঠবে আবার… কেমন যেন ফাঁকা-ফাঁকা লাগছে পুরোটা।”