ঋত্বিক চক্রবর্তীর স্যোশাল মিডিয়ার পোস্ট নিয়ে কী বললেন অপরাজিতা ঘোষ
সরকার বিরোধি কথা হোক বা সামাজিক কোন ইস্যু সবেতেই নিজের পাপেট এর মাধ্যমে হোক বা সৃজনশীলতা দিয়ে বক্তব্য রাখেন বেবাক এই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও অপরাজিতা ঘোষের দাম্পত্য জীবন সাধারণত স্যোশাল মিডিয়ার বাইরেই থাকে। খুব কম তাঁদের ব্যক্তিগত পরিসরে ছবি ফ্যানদের চোখে পড়ে। তবে স্যোশাল মিডিয়ায় সব সময় কিছুনা পোস্ট করতে থাকেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বিভিন্ন সময়ে বিতর্কিত পোস্ট করে সমালোচনার মুখে পড়েন অভিনেতা। স্যোশাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন ঋত্বিক চক্রবর্তী। মাঝে মাঝে সেই আক্রমন খুব ব্যক্তিগত স্তরে পৌঁছে যায়। তবে এসবকে খুব বেশি আমোল দিতে দেখা যায়না তাঁকে। যদিও এসবে দমতে নারাজ ঋত্বিক, ততোধিক তিব্র আক্রমণ ফিরিয়েদেন তিনি। সরকার বিরোধি কথা হোক বা সামাজিক কোন ইস্যু সবেতেই নিজের পাপেট এর মাধ্যমে হোক বা সৃজনশীলতা দিয়ে বক্তব্য রাখেন বেবাক এই অভিনেতা।
এই সব থেকে অবশ্য দূরেই থাকেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ। সম্প্রতি তাঁর ধারাবাহিক ‘চির সখা’র সেটে পৌঁছয় টিভিনাইন বাংলা। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর এই ধরনের পোস্টকে তিনি কেমনে দেখেন? এই প্রশ্নের উত্তরে অপরাজিতা বলেন, ‘ ঋত্বিক আর আমি অবশ্যই স্বামী-স্ত্রী, তবে মনে রাখতে হবে আমরা দুজনেই আলাদা মানুষ। আমদের চিন্তা ভাবনা প্রকাশও আলাদা। আর ঋত্বিক কী লেখেন স্যোশাল মিডিয়ায় আমি জানতেই পারিনা। কারণ আমি কোন স্যোশাল মিডিয়ায় নেই। সত্যি বলতে দেখিওনা। আমাকে কেউ কিছু বললে তবেই জানতে পারি। তবে ঋত্বিক চক্রবর্তী তাঁর মত করে কিছু লিখলে , সেখানে আমার কিছু ভাবনার নেই। আর আমরা এই নিয়ে খুব আলোচনা করার সময়ও পাইনা। ”
আপাতত ‘চির সখা’ নিয়ে ব্যস্ত অপরাজিতা ঘোষ। অন্যদিকে নিজের সিনেমা ও সিরিজের কাজ নিয়ে ব্যস্ত ঋত্বিক চক্রবর্তী। সমাজ মাধ্যমে যতই আক্রমণাত্মক হোন ঋত্বিক চক্রবর্তী, তাতে তাঁর জনপ্রিয়তায় কোন খামতি দেখা যায়না।
