Shatarup Ghosh Marriage: এক বছর যেতে না-যেতেই শতরূপ ঘোষকে ‘ধাঁধার থেকেও জটিল’ মনে করছেন তাঁর স্ত্রী পহেলি
Shatarup Ghosh Marriage: গত বছর (২০২২ সাল) ৪ নভেম্বর বিয়ে করেছিলেন বামনেতা শতরূপ ঘোষ। তিনি বিয়ে করেছিলেন তাঁর ১৪ বছরের প্রেমিকা পহেলি সাহাকে। শতরূপ-পহেলির বিয়েতে বসেছিল চাঁদের হাট। একদিকে রাজনীতিকরা। অন্যদিকে সিনেমা জগতে তারকারা উপস্থিত হয়েছিলেন সেই বিয়েতে। হঠাৎই জানা গিয়েছিল, তাঁদের বিয়ের খবর। সেই হাইফাই বিয়ে রাতারাতি শিরোনামও দখল করে নিয়েছিল।
গত বছর (২০২২ সাল) ৪ নভেম্বর বিয়ে করেছিলেন বামনেতা শতরূপ ঘোষ। তিনি বিয়ে করেছিলেন তাঁর ১৪ বছরের প্রেমিকা পহেলি সাহাকে। শতরূপ-পহেলির বিয়েতে বসেছিল চাঁদের হাট। একদিকে রাজনীতিকরা। অন্যদিকে সিনেমা জগতে তারকারা উপস্থিত হয়েছিলেন সেই বিয়েতে। হঠাৎই জানা গিয়েছিল, তাঁদের বিয়ের খবর। সেই হাইফাই বিয়ে রাতারাতি শিরোনামও দখল করে নিয়েছিল।
এক বছর পেরিয়ে গেল শতরূপের বিয়ের। এই এক বছর কেমন কাটল তাঁদের? জানিয়েছেন, শতরূপজায়া পহেলি। তিনি বিয়ের অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। এবং স্বামী শতরূপের উদ্দেশে একটি উক্তিও করেছেন। কী সেই উক্তি?
শতরূপকে পহেলি বলেছেন, “ধাঁধার থেকেও জটিল তুমি”। সত্যিই কি ধাঁধার থেকেও জটিল শতরূপ? উত্তর দিতে পারবেন পহেলি স্বয়ং। তবে ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের গানটি প্রিয় শতরূপ-পহেলি দু’জনেরই। বহু বছর আগে গানটি রচনা করেছিলেন জয়জিৎ লাহিড়ী এবং সুর দিয়েছিলেন সুব্রত ঘোষ। গানটি প্রথম গেয়েওছিলেন সুব্রতই। সেই গানের বিখ্যাত লাইনই বিবাহবার্ষিকী পোস্টে তুলে ধরেছেন পহেলি।
২০২২ সালে সইসাবুদ করে বিয়ে সেরেছিলেন শতরূপ-পহেলি। বাইপাস সংলগ্ন বিষ্ণু বিজলি গার্জেনে বিয়ে করেন তাঁরা। বিয়ের কার্ডটিই ছিল নজরকাড়া। তাঁদেরই প্রেমের উপাখ্যানকে তুলে ধরা হয়েছিল সেই কার্ডে। শহরে শীত পড়েছিল সেদিন। সেই শীতল আমেজকে আলিঙ্গন জানিয়ে শতরূপ-পহেলি একসঙ্গে বলেছিলেন, “বসন্ত এসে গেছে…”।