কাপুরদের জন্য জীবন অন্ধকার তারার! নায়িকার হাল দেখে চোখে জল আসবে
ভালবেসেছিলেন তাঁরা। পড়েছিলেন প্রেমেও। দীর্ঘ দিন ধরে ছিলেন সম্পর্কে। কিন্তু সেই সম্পর্ক চিরস্থায়ী হয়নি। কথা হচ্ছে তারা সুতারিয়া ও আদর জৈনের। সুন্দরী হিসেবে এতদিন বেজায় খ্যাতি ছিল তারার। কিন্তু বিচ্ছেদের পরে তাঁকে দেখে ভক্তদের চোখে জল।
ভালবেসেছিলেন তাঁরা। পড়েছিলেন প্রেমেও। দীর্ঘ দিন ধরে ছিলেন সম্পর্কে। কিন্তু সেই সম্পর্ক চিরস্থায়ী হয়নি। কথা হচ্ছে তারা সুতারিয়া ও আদর জৈনের। সুন্দরী হিসেবে এতদিন বেজায় খ্যাতি ছিল তারার। কিন্তু বিচ্ছেদের পরে তাঁকে দেখে ভক্তদের চোখে জল। ‘এ কী অবস্থা’ — অভিযোগের আঙুল তুলে কাঠগড়ায় আদরকেই দাঁড় করিয়েছেন তাঁরা। কেন? তারার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই অন্য আর এক সম্পর্কে জড়িয়ে পড়েছেন আদর। যার সঙ্গে জড়িয়েছেন নতুন সম্পর্কে, তিনি আবার আদর ও তারা, দু’জনেই বান্ধবী। তবে কি তাঁর জন্যই হল বিচ্ছেদ?
এই প্রশ্ন তুলেই আপাতত আদরকে তুলোধনা নেটিজেনদের। সে যাই হোক, আদর কিন্তু আদপে স্টারকিড। বলিউডের সঙ্গে রয়েছে তাঁর এক নিবিড় যোগ। আদর হলেন রণবীর কাপুরের পিসির ছেলে। আদরের মা রীমা কাপুর (জৈন) রাজ কাপুরের মেয়ে। অর্থাৎ ঋষি-রণধীর এঁরা হলেন আদরের মামা। এর আগে কাপুর পরিবারের বহু অনুষ্ঠানে তারাকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছেন আদরকে। সেই জায়গায় এখন অন্য কেউ! কেন হল তাঁদের বিচ্ছেদ? ওঁরা নীরব… তবে সাধারণের কৌতূহল যে থামতেই চাইছে না।