ধনতেরাসে মেয়ে কৃষভিকে কী উপহার দিলেন কাঞ্চন?
২০২৪-এর কালীপুজোর রাতে শ্রীময়ীর শাড়ির ফাঁক দিয়ে বেবিবাম্প দেখা যাওয়ার পরই শুরু হয় আলোচনা, এবং কিছুদিনের মধ্যেই ছোট্ট কৃষভির আগমনের খবর প্রকাশ্যে আসে। এই বছরই, ফেব্রুয়ারিতে আইনি বিয়ে ও মার্চে সামাজিক বিয়ের মাধ্যমে এক হয়েছিলেন ৫৩ বছরের কাঞ্চন ও ২৭ বছরের শ্রীময়ী।

শনিবার সারা দেশে ধুমধাম করে পালিত হয়েছে ধনতেরাস। এই দিনটি হিন্দু ধর্মে ধন-সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। বিশ্বাস, এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী। তাই প্রতি বছর এই দিনে দেবীর আরাধনা করলে সংসারে সুখ ও ঐশ্বর্য আসে। এমন শুভক্ষণে নিজেদের জীবনের ছোট্ট লক্ষ্মী কৃষভিকে সোনা উপহার দিলেন টলিউড দম্পতি শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীময়ী। সেখানে তিনি বলেন, “সবাইকে শুভ ধনতেরাস। আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণ পালন করি। আমার বিশ্বাস, ঈশ্বরকে ডাকার জন্য ধর্ম বা জাতির প্রয়োজন হয় না। আজ ধনতেরাস, মা লক্ষ্মীর পুজো হয়, তাই আমাদের ঘরেও আজ এক বিশেষ পুজো। আর আমার ছোট্ট লক্ষ্মী কৃষভি, যার বয়স এখন ১১ মাস, তাকে তার বাবা একটি উপহার দিয়েছে।”
ভিডিয়োতে দেখা যায়, শ্রীময়ী মেয়ের হাতে একটি লাল রঙের গয়নার বাক্স তুলে দিচ্ছেন। খুদের চোখে-মুখে খুশির ঝলক স্পষ্ট। যদিও বাক্সের ভিতরের সোনার গয়না প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২৪-এর কালীপুজোর রাতে শ্রীময়ীর শাড়ির ফাঁক দিয়ে বেবিবাম্প দেখা যাওয়ার পরই শুরু হয় আলোচনা, এবং কিছুদিনের মধ্যেই ছোট্ট কৃষভির আগমনের খবর প্রকাশ্যে আসে। এই বছরই, ফেব্রুয়ারিতে আইনি বিয়ে ও মার্চে সামাজিক বিয়ের মাধ্যমে এক হয়েছিলেন ৫৩ বছরের কাঞ্চন ও ২৭ বছরের শ্রীময়ী। বিয়ের আট মাসের মধ্যেই কন্যাসন্তানের জন্মে উচ্ছ্বসিত এই তারকা দম্পতি। কৃষভিই এখন তাঁদের জীবনের আসল ‘লক্ষ্মী’।
