হঠাত্ উত্তরবঙ্গে ওম আর প্রিয়াঙ্কা! কোন ছবি এল সামনে?
Bengali Movie: আধুনিক প্রযুক্তি, স্পেশাল ইফেক্ট আর দৃশ্যগ্রহণের সাহায্যে কল্পনা আর বাস্তবের সীমা ভেঙে একটা নতুন অভিজ্ঞতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে ছবিতে, সেটাও জানা গেল।

হঠাত্ পাহাড়ে ওম সাহানি আর প্রিয়াঙ্কা সরকার। কী কাণ্ড ঘটল জানতে চান? আসলে নতুন বাংলা ছবি ‘বৃত্ত রহস্য’-র শুটিং করছেন তাঁরা। নির্মাতাদের দাবি, এই সিনেমার গল্প শুধুমাত্র ফিকশন নয়। বরং মানুষের চিন্তা ও অনুভূতিগুলোকে এক নতুন জগতে নিয়ে যায়। এখানে বৃত্ত সময়ের প্রতীক যা কখনও শেষ হয় না। জীবন, সময় বা অভিজ্ঞতা সবই একটি চক্রের মতো ফিরে আসে। আর এই সময় বা কালচক্রে লুকিয়ে আছে রহস্য। এখানে এমন কিছু ঘটনা ঘটছে যা বর্তমান বিজ্ঞান বা প্রযুক্তির বাইরে। আধুনিক প্রযুক্তি, স্পেশাল ইফেক্ট আর দৃশ্যগ্রহণের সাহায্যে কল্পনা আর বাস্তবের সীমা ভেঙে একটা নতুন অভিজ্ঞতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে ছবিতে, সেটাও জানা গেল।
‘কলকাতার হ্যারি’, ‘তোকে ছাড়া বাঁচব না’, ‘মানবজমিন’, ‘আবার বিবাহ অভিযান’ থেকে ‘অহল্যা’ বা ‘রবিন’স কিচেন’, এসব ছবিতে শেষ দু’ বছরে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। ছবিগুলো একেবারেই ভালো ফল করতে পারেনি বক্স অফিসে। অন্যদিকে ওমকে সম্প্রতি দেখা গিয়েছে ‘বিনোদিনী’ ছবিতে রুক্মিণী মৈত্রর বিপরীতে। এই ছবিতে ওম আর প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে দেবলীনা দত্ত, লাবণী সরকার, অলিভিয়া সরকার, সায়ন্তনী গুহঠাকুরতার মতো অভিনেত্রীদের। এনআরআই নভেলিস্ট আলেখ্য তলাপাত্রর কলমে সৃষ্টি হয়েছে ছবির গল্প। পরিচালনার দায়িত্বে তাপসী রায়। উত্তরবঙ্গে ছবির একটা বড় অংশের শুটিং হবে। এই বছরের শেষে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। অধিকাংশ বাংলা ছবি এখন সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ। এই ছবি কেমন ফল করে, দেখার অপেক্ষা।

২ লাখ বিনিয়োগ করে আয় দেড় কোটি টাকা! স্টকে বিনিয়োগকারীদের কাছে লক্ষ্মী এই শেয়ার

টিকটিকির জ্বালায় অতিষ্ট জীবন, এই কাজ করে দেখুন তো একবার!

দই ভালো না ঘোল, কোনটা খেলে গরমে থাকবেন ভালো?

চরম গরমে বিন্দাস পরুন কালো পোশাক, শুধু মাথায় রাখুন...

বিয়ের কার্ডে ঠাকুরের ছবি রাখা শুভ না অশুভ? প্রেমানন্দ মহারাজ বললেন...

উইন্ডো AC নাকি স্প্লিট AC, কোনটায় কমবে ইলেকট্রিক বিল?