AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জগদ্ধাত্রী মায়ের কাছে ছেলের জন্য কী প্রার্থনা করলেন রচনা?

Rachana Banerjee: পুজোর ক'টা দিন তিনি চন্দননগর থাকতে পারবেন না, কারণ শুটিং-এর চাপ। দিদি নম্বর ওয়ানের শুটিং চলছে পুরো দমে। তারই মাঝে সময় করে এবার পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

জগদ্ধাত্রী মায়ের কাছে ছেলের জন্য কী প্রার্থনা করলেন রচনা?
| Updated on: Nov 06, 2024 | 5:05 PM
Share

রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রীর পাশাপাশি এখন তাঁর নতুন পরিচয়, তিনি সাংসদ। ২০২৪ নির্বাচনে বিপুল ভোটে হুগলি আসন থেকে জয়লাভ করেন তিনি। ভোট প্রচারের উদ্দেশে বহুবার এলাকার মানুষের সঙ্গে দেখা করেছেন নির্বাচনের আগে। তবে জগদ্ধাত্রী পুজোয় তাঁকে দেখা যায়নি। তবে তিনি নিজেই জানান, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপে এসে কোনদিনও দেখা হয়নি তাঁর। তাই এবারে ইচ্ছে প্রকাশ করেছেন, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর ক’টা দিন তিনি চন্দননগর থাকতে পারবেন না, কারণ শুটিং-এর চাপ। দিদি নম্বর ওয়ানের শুটিং চলছে পুরো দমে। তারই মাঝে সময় করে এবার পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

পান্ডুয়ায় কালী পুজোর উদ্বোধনে আসার কথা ছিল। তবে শরীর খারাপ থাকার কারণে আসতে পারেননি তিনি। জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে তাই কথা রাখলেন রচনা। পাশাপাশি মায়ের কাছে কী অনুরোধ করলন রচনা? ছেলে যাতে পরীক্ষায় পাশ করে, আশীর্বাদ চাইলেন রচনা। রচনার ছেলে প্রনীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে। পাশাপাশি তিনি বলেন, “যে মানুষগুলো আমার উপর আস্থা রেখেছেন, যাঁরা আমায় ভোট দিয়ে জিতিয়েছেন, সেই মানুষ গুলোর পাশে থাকা আমার দায়িত্ব ও কর্তব্য। তাই পান্ডুয়াতে আমি উপস্থিত হয়েছি।”

জগদ্ধাত্রী পুজো প্রসঙ্গে হুগলীর সাংসদ বলেন, “আগে জগদ্ধাত্রী পুজো চন্দননগর বা আশেপাশে এলাকার মধ্যে সীমিত ছিল কিন্তু এখন রাজ্যের সর্বত্রই জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতাতেও প্রচুর পুজো হচ্ছে। আগে কোনদিনও চন্দননগরে আসা হয়নি, তবে এবার একটু বেশি আসা হবে, যেহেতু আমি এখানের সাংসদ।”