AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রেমিকা নায়িকা হলে…’, রণিতাকে নিয়ে কী বললেন সৌপ্তিক

টলিপাড়ায় মাঝে মধ্যেই গুঞ্জন ওঠে অভিনেতাদের মধ্যে সম্পর্ক গড়ার ও ভাঙ্গার। তবে রণিতা- সৌপ্তিকের জুটি বড় পর্দায় কতটা সফল হয় সেদিকেই দর্শকদের নজর থাকবে।

'প্রেমিকা নায়িকা হলে...', রণিতাকে নিয়ে কী বললেন সৌপ্তিক
| Edited By: | Updated on: Jun 16, 2025 | 4:55 PM
Share

বহুবছর ধরে ছোটপর্দা কাঁপিয়েছে রণিতা দাস ও সৌপ্তিক চক্রবর্তীর জুটি। আর এই অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন একে অপরের। এরপর বেশকিছু বছর পেড়িয়েছে। রণিতা অন্য অনেক মাধ্যমে কাজ করেছেন। আর সৌপ্তিক অভিনয় থেকে পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াস করছেন। সাম্প্রতি তাঁদের আগামী ছবি ‘দেবী’র পোষ্টার লঞ্চে উপস্থিত ছিলেন দুজনে। সঙ্গে ছিলেন সহ অভিনেতা সোমরাজ মাইতি। ‘দেবী’ ছবির পোস্টার লঞ্চ হল গঙ্গাবক্ষে। এই ছবির পরিচালকের দায়িত্বে রয়েছেন সৌপ্তিক। আর প্রথমবার বড়পর্দায় নায়িকার চরিত্রে দেখা যাবে রণিতাকে। রণিতা জানিয়েছেন তিনি একটু নার্ভাস। কারণ বড় পর্দায় নায়িকা হিসেবে এই প্রথম তাঁকে দেখা যাবে।

এই ছবিতে রণিতাকে নায়িকা হিসেবে আনছেন অভিনেতা-পরিচালক সৌপ্তিক চক্রবর্তী। এই দুজনের প্রেম-বন্ধুত্ব টলিপাড়ায় চর্চিত বিষয়। সৌপ্তিককে Tv9 বাংলার তরফ থেকে প্রশ্ন করা হয়, প্রেমিকা নায়িকা হলে কী সুবিধা বা অসুবিধা হয়, উত্তরে সৌপ্তককে থামিয়ে অভিনেতা সোমরাজ বলেন, “প্রেমিকা বলে বেশি কাজ করিয়েছে পরিচালক। ”

এই কথায় রণিতার উত্তর, “গরমের মধ্যে কাজ করিয়েছে সৌপ্তিক। খুব কষ্ট করেছি, তবে একথা বলতেই হয় আমি তো বেশি পরিশ্রম করবই, কারণ এটাতো আমার ঘরের কাজ। আমি ট্যানট্রাম দেখালে তো ঘরের পয়সা নষ্ট হবে। তাই আমার কাছে যখন যা ডেট চেয়েছে, দিয়েছি, একটু বেশি সময় দিয়েছি।” এর উত্তরে সৌপ্তিক জানায় “আমি আর কি বলব, রণিতাই সব বলে দিয়েছে, ও যা বলে সেটাই ঠিক। ”

টলিপাড়ায় মাঝে মধ্যেই গুঞ্জন ওঠে অভিনেতাদের মধ্যে সম্পর্ক গড়ার ও ভাঙ্গার। তবে রণিতা- সৌপ্তিকের জুটি বড় পর্দায় কতটা সফল হয় সেদিকেই দর্শকদের নজর থাকবে। তবে পরিচালকের দাবি, ছোটপর্দায় কাজ করার কারণে কলাকুশলীদের বহুক্ষণ স্টুডিওতে থাকতে হয়, আর সেখান থেকেই একটা পরিবারের মত তাঁরা কাজ করেন, এবার এই ছোট পর্দার অভিনেতা একসঙ্গে বড় পর্দায় আসছেন, নিশ্চিত দর্শকদের পছন্দ হবে।