নিককে দেখেই অন্তর্বাস ছোড়েন এক মহিলা, পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা এ কী করে বসেন?
শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সুখে আছেন এই জুটি। ২০১৮ সাল থেকে চর্চায় তাঁরা। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে নিয়ে নানা গসিপ আলোচনায় জায়গা করে নেয়। এবার ২০১৯ সালে ঘটা একটি ঘটনাকে ঘিরে শোরগোল নেটপাড়ায়।

দেখতে-দেখতে প্রায় অনেক বছরের সংসার হল। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মধ্যে সম্পর্কের গভীরতা ঠিক কতটা, তা আর বর্তমানে আলাদা করে প্রমাণ করার প্রয়োজন পড়ে। একটা সময় রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল এই জুটির সম্পর্ক। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। বিভিন্ন বিনোদন ম্যাগাজ়িনেও প্রকাশিত হয়েছিল নানা রিপোর্ট। কখনও সামনে উঠে আসে নিকের বাড়িতে ভাল নেই প্রিয়াঙ্কা, কখনও আবার সামনে আসে তাঁদের বিচ্ছেদ হতে চলেছে। তবে শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সুখে আছেন এই জুটি। ২০১৮ সাল থেকে চর্চায় তাঁরা। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে নিয়ে নানা গসিপ আলোচনায় জায়গা করে নেয়। এবার ২০১৯ সালে ঘটা একটি ঘটনাকে ঘিরে শোরগোল নেটপাড়ায়।
নিক জোনাসের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। মঞ্চে উঠলেই তিনি বোল্ড লুকে মহিলা ভক্তদের মন কাড়েন। সঙ্গে গান তো রয়েছেই। নিজেদের আবেগ চেপে রাখতে না পেড়ে মহিলারা নিককে নিজের ব্রা ছুড়ে বসেন। ২০১৯-এ আমেরিকায় একটি কনসার্টে জোনাসের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কাও। শো শেষে প্রিয়াঙ্কার হাত ধরে বেরতে দেখা যায় নিককে। আর তখনই আচমকাই উড়ে আসে একটি ব্রা!
Priyanka Chopra waving someone’s Bra 👙 ! Funny 😛😛#PriyankaChopra #Bollywood #BollywoodCelebs #NickJonas pic.twitter.com/N2l3IZuUEv
— MoviePedia (@movie_pedia_in) March 31, 2019
অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, এক মহিলা ভক্ত, নিককে দেখে নিজের অন্তর্বাস খুলে ছোড়েন। পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া তখন কেমন ছিল? না, চোখে-মুখে কোনও অস্বস্তির ছাপ ছিল না। বরং তিনি তা লুফে নেন। এখানেই শেষ নয়, রীতিমত তা কাঁধে ঝুলিয়ে নিয়ে শো চত্বর ছাড়েন দেশি গার্ল। যে ভিডিয়ো বর্তমানে আরও একবার সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে।





