এই সুন্দরীর সঙ্গে দীর্ঘদিন সহবাস, সন্তান হতেই ফেলে পালান আমির খান!

আমির খানের জীবন নিয়ে চর্চার শেষ নেই। তাঁর দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। এরই পাশাপাশি সন্তানসম ফতিমা সানা শেখের সঙ্গেও তাঁকে নিয়ে রটেছে নানা রটনা।

| Updated on: Jan 15, 2024 | 5:48 PM
 আমির খানের জীবন নিয়ে চর্চার শেষ নেই। তাঁর দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। এরই পাশাপাশি সন্তানসম ফতিমা সানা শেখের সঙ্গেও তাঁকে নিয়ে রটেছে নানা রটনা।

আমির খানের জীবন নিয়ে চর্চার শেষ নেই। তাঁর দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। এরই পাশাপাশি সন্তানসম ফতিমা সানা শেখের সঙ্গেও তাঁকে নিয়ে রটেছে নানা রটনা।

1 / 8
আমির খান

আমির খান

2 / 8
নাম রাখা হয় জান। ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন আমির। তাঁরা নাকি একসঙ্গে থাকতেনও, বলিপাড়ায় গুঞ্জন তেমনটাই।

নাম রাখা হয় জান। ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন আমির। তাঁরা নাকি একসঙ্গে থাকতেনও, বলিপাড়ায় গুঞ্জন তেমনটাই।

3 / 8
 এও শোনা যায়, সহবাস সম্পর্কে থাকাকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা। যদিও সন্তানের দায়িত্ব নিতে চাননি আমির।

এও শোনা যায়, সহবাস সম্পর্কে থাকাকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা। যদিও সন্তানের দায়িত্ব নিতে চাননি আমির।

4 / 8
সম্পর্কে থাকতে গেলে নাকি সন্তান নষ্ট করতে হবে-- এমনটাই শর্ত দেন আমির খান, জানিয়েছিল জেসিকার ঘনিষ্ঠ মহল। যদিও জেসিকা তা চাননি বলেই দাবি করেছিলেন তিনি।

সম্পর্কে থাকতে গেলে নাকি সন্তান নষ্ট করতে হবে-- এমনটাই শর্ত দেন আমির খান, জানিয়েছিল জেসিকার ঘনিষ্ঠ মহল। যদিও জেসিকা তা চাননি বলেই দাবি করেছিলেন তিনি।

5 / 8
সন্তানের জন্ম হয়। নাম দেওয়া হয় জান।  পরবর্তীতে জেসিকা অভিযোগ করেন, প্রেগন্যান্সির সময়ে তাঁর একবারও খোঁজ নেননি আমির।

সন্তানের জন্ম হয়। নাম দেওয়া হয় জান। পরবর্তীতে জেসিকা অভিযোগ করেন, প্রেগন্যান্সির সময়ে তাঁর একবারও খোঁজ নেননি আমির।

6 / 8
 সন্তান হিসেবে কোনওদিন মান্যতাও দেননি জানকে। গুজব বলে উড়িয়ে দেন লগন অভিনেতা। ২০১৫ সালে ছেলেকে নিয়ে মুখ খুলেছিলেন মা জেসিকা। জানিয়েছিলেন ছেলে এখন প্রাপ্তবয়স্ক।

সন্তান হিসেবে কোনওদিন মান্যতাও দেননি জানকে। গুজব বলে উড়িয়ে দেন লগন অভিনেতা। ২০১৫ সালে ছেলেকে নিয়ে মুখ খুলেছিলেন মা জেসিকা। জানিয়েছিলেন ছেলে এখন প্রাপ্তবয়স্ক।

7 / 8
আমির খান।

আমির খান।

8 / 8
Follow Us: