দু’জনেই ‘পালাং তোর’, দুই রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ‘বেফাঁস’ দীপিকা
Deepika Padukone Controversy: তাঁর সঙ্গে একাধিক পুরুষের সম্পর্কের ‘গহেরাইয়াঁ’ নিয়ে চর্চা চলত একসময় বিস্তর। এখনও যে হয় না, তেমনটা নয়। এখনও তিনি রিয়্যালিটি টক-শোয়ে উপস্থিত হয়ে ব্যক্তিজীবন নিয়ে কথা বললে, ট্রোলারের দল তাঁকে নিয়ে ‘তামাশা’ করে। তবে তিনি, অর্থাৎ দীপিকা পাড়ুকোন ‘ককটেল’-এর ভেরোনিকার মতোই স্পষ্ট সর্বদা।

1 / 8

2 / 8

3 / 8

4 / 8

5 / 8

6 / 8

7 / 8

8 / 8
