মুখে কী গন্ধ! জনপ্রিয় নায়িকাকে চুমু খেতে গিয়ে বমি করার অবস্থা হয় ইমরানের?
'কিসিং কিং' বললেই বলিউডে কার কথা মনে আসে আপনার? নিশ্চয়ই ইমরান হাসমি? সুদীর্ঘ কেরিয়ারে তিনি যে কত ছবিতে অনস্ক্রিন চুমু খেয়েছেন তার ইয়ত্তা নেই। তা নিয়ে মুখ খুলেছেন বারংবার। তবে সব চুমুর অভিজ্ঞতা যে তাঁর দারুণ হয়েছে এমনটা তো নয়, সে রকমই এক অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন ইমরান।
‘কিসিং কিং’ বললেই বলিউডে কার কথা মনে আসে আপনার? নিশ্চয়ই ইমরান হাসমি? সুদীর্ঘ কেরিয়ারে তিনি যে কত ছবিতে অনস্ক্রিন চুমু খেয়েছেন তার ইয়ত্তা নেই। তা নিয়ে মুখ খুলেছেন বারংবার। তবে সব চুমুর অভিজ্ঞতা যে তাঁর দারুণ হয়েছে এমনটা তো নয়, সে রকমই এক অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন ইমরান। জানিয়েছিলেন কী ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। ‘হোয়াই চিট ইন্ডিয়া’র নামে এক ছবির প্রচার করতে গিয়েই সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন ইমরান। তাঁকে প্রশ্ন করা হয়, এত চুমুর মধ্যে স্ক্রিনে তাঁর ‘বেস্ট কিস’ ও ‘ওয়ারস্ট কিস’ মুহূর্ত কোনটি? বেস্ট কিস বলতেই তাঁর বেশ কিছু ছবির নায়িকা মল্লিকা শারাওয়াতের নাম নিয়েছিলেন ইমরান। জানিয়েছিলেন অনস্ক্রিন মল্লিকাকে চুমু খেতে একটুও অস্বস্তি হয়নি তাঁর।
অন্যদিকে ওয়ারস্ট কিস মুহূর্ত বলতে গিয়েই ইমরান বলেন, “একজন জনপ্রিয় নায়িকা। কিন্তু আমি নিতে চাই না। সকালের মুখের গন্ধের ক্লাসিক কেস ছিল ওটা। মনে হয় সকালে ব্রাশ করেননি।” সে যাই হোক, তাতে করে অবশ্য শুট থেমে থাকেনি ইমরানের। হাজার হোক, তিনি পেশাদার বলে কথা! ইমরান হাসমি ভাট পরিবারের অন্তর্গত। ২০০৩ সালে বিক্রম ভাটের ‘ফুটপাথ’-এর মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ২০০৪ সালে ‘মার্ডার’- ছবির মধ্যে দিয়ে বড় ব্রেক মেলে তাঁর। এরপর আর থামতে হয়নি তাঁকে। একের পর এক ভাল প্রজেক্ট মিলেছে তাঁর। সম্প্রতি ‘টাইগার থ্রি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সলমন খান ও ক্যাটরিনা কাইফের পাশাপাশি লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন ইমরান। তাঁর পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে।