AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেরিয়ারের মধ্যগগণে কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হেলেন?

হেলেন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর স্বামী খরচ বহন করা তো দূর, উল্টে হেলেনের থেকে টাকা নিতেও ছাড়তেন না। হেলেন তখন দস্তুর মতো রোজগার করছেন।

কেরিয়ারের মধ্যগগণে কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হেলেন?
| Edited By: | Updated on: Jun 17, 2025 | 5:50 PM
Share

হেলেনের কেরিয়ার শুরু করেন এক ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। তবে সেটাকেই পেশা হিসেবে প্রাথমিকভাবে বেছে নিতে রীতিমত সমস্যায় পড়তে হয়েছিল হেলেনকে। সেই সময় কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছিল হেলেনের পরিবার। কারণ পরিবারে তখন আর্থিক অনটন। কোনও মতে সংসার চালাতে হেলেন একটি কাজের সন্ধানে ছিলেন। ১৯ বছর বয়সে এসে ঘুরে যায় ভাগ্যের চাকা। হাওড়া ব্রিজ ছবিতে তিনি “মেরা নাম চিন চিন চু” গানে দেখা যায় তাঁকে।

এই গান মুক্তির পরই তিনি বলিউডের প্রথম আইটেম ডান্সার হিসেবে নিজেকে তুলে ধরলেন। তবে কেরিয়ারের শুরুতে একাধিক সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। রূপের জন্য অস্বস্তিকর ও আপত্তিকর প্রস্তাবের মুখেও পড়তে হয় জনপ্রিয় ডান্সারকে। যদিও পিছুহটতে রাজি ছিলেন না তিনি। এভাবেই চলছিল সবটা। এরপর ১৯৫৭ সালে তিনি বিয়ে করেন পরিচালক পিএন আরোরাকে। তিনি হেলেনের থেকে ছিলেন ২৭ বছরের বড়। তবে ১৬ বছরের মাথায় সেই বৈবাহিক জীবন শেষ করে দিয়েছিলেন হেলেন।

শোনা যায় বিচ্ছেদের পেছনে থাকা মূল কারণই নাকি টাকা। হেলেন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর স্বামী খরচ বহন করা তো দূর, উল্টে হেলেনের থেকে টাকা নিতেও ছাড়তেন না। হেলেন তখন দস্তুর মতো রোজগার করছেন। ফলে হাতে টাকা আসত বেশ। কিন্তু তাঁর স্বামী সব টাকা নিয়ে নেওয়ায় একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়ই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন হেলেন।