চলতি বছর ভোট মিটলেই বিয়ে করব আমি, জানালেন রুদ্রনীল ঘোষ
Rudranil Ghosh: বর্তমানে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছেন রুদ্রনীল। ২০২১ সালে ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়কপদের জন্য ভোটের ময়দানে নেমেছিলেন রুদ্রনীল। হেরে গেলেও গেরুয়া শিবির ছাড়েননি তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন তিনি। তাঁর বিশ্বাস ভাল কিছু একটা হবেই। আর তারপরই বাড়িতে লক্ষ্মী আনবেন অভিনেতা।

বলিউডের সলমন খানের মতো অবস্থা তাঁর। হচ্ছি-হচ্ছি করেও বিয়েটা হয়নি। এদিকে একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষের। বিগত ১০ বছর ধরে তিনি বলে আসছেন বিয়ে করতে চান। কিন্তু কিছুতেই পাত্রী পাচ্ছেন না। কোনও মহিলার সঙ্গে বন্ধুত্ব হলেও তা বিয়ে পর্যন্ত গড়াচ্ছে না। ফলে ৫১ বছর বয়সি রুদ্রনীল এখনও পর্যন্ত আইবুড়োই থেকে গিয়েছেন। টালিগঞ্জে তাঁর সুদৃশ্য ফ্ল্যাটে একাই বসবাস করেন।
এদিকে ২৭ নভেম্বর বিয়ে করে নিয়েছেন তাঁর পরম বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়। প্রেমিকা পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন পরমব্রত। সেই বিয়ের খবর আসতে অনেকেই চমৎকৃত হয়েছেন। কারণ, অনেকেই জানতেন না পরম-পিয়া বিয়ে করছেন। তাঁদের এই বিয়ে দেখে ফের বিয়ে করার সাধ জেগেছে রুদ্রনীলের মনে। এবং তিনি কবে বিয়ে করবেন, সেই কথাও TV9 বাংলাকে জানিয়েছেন।
রুদ্রনীল বলছেন, “পরমটা বিয়ে করে নিল। আমি, রাজ, কাঞ্চন, পরম– আমরা তো একটা টিম ছিলাম। রাজ-কাঞ্চন বিয়ে করেছিল আগেই। কিন্তু আমি আর পরম ছিলাম জুড়ি। পরমটাও বিয়ে করে নিল। আমি এখন দলছুট। সেই আইবুড়োই থেকে গিয়েছি। আমিও বিয়েটা করে ফেলব এবার। আর ২০২৪ সালেই বিয়েটা করব। সেটাও আপনাদের সকলকে জানিয়ে রাখলাম। তবে এখনও পাত্রী পাইনি। সেই খোঁজ চালাচ্ছি তলে-তলে।”
‘রসিকতা’ থামেনি রুদ্রনীলের। তিনি বলেছেন, “বিগত ১০ বছর ধরে বিয়ে করার কথা বলছি সকলকে। ভাল একটা মেয়ে খুঁজে দিলে বিয়েটা করব। তবে আমি আইবুড়ো আর থাকতে চাই না। এদিকে ২০২৪ সালে নির্বাচন আছে। সে সময় অনেক দায়িত্ব। আগে ভোটটা মিটে যাক। বিয়ে করার বাজেটটা জুটে যাক আমার। ঠিক করে ফেলব।”
বর্তমানে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছেন রুদ্রনীল। ২০২১ সালে ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়কপদের জন্য ভোটের ময়দানে নেমেছিলেন রুদ্রনীল। হেরে গেলেও গেরুয়া শিবির ছাড়েননি তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন তিনি। তাঁর বিশ্বাস ভাল কিছু একটা হবেই। আর তারপরই বাড়িতে লক্ষ্মী আনবেন অভিনেতা।
