AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তখনও হয়নি বিয়ে, প্রকাশ্যে ঐশ্বর্যকে কী বলে সকলকে চমকে দিয়েছিলেন জয়া?

ওই সময় ঐশ্বর্য বচ্চন পরিবারের সদস্য হয়ে ওঠেননি ঐশ্বর্য। কিন্তু ভালবাসায় ও সম্মানে যে তিনি তখনই বচ্চন পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন, তা স্পষ্ট হয়ে হয়ে গিয়েছিল জয়ার কথাতেই।

তখনও হয়নি বিয়ে, প্রকাশ্যে ঐশ্বর্যকে কী বলে সকলকে চমকে দিয়েছিলেন জয়া?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2025 | 7:30 PM

২০০৭ সালের ফিল্মফেয়ার পুরস্কারের মঞ্চ, শুধু পুরস্কারই নয়, সাক্ষী ছিল এক আবেগঘন পারিবারিক মুহূর্তেরও। জীবনের সেরা সম্মান, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করে অভিনেত্রী জয়া বচ্চন যেভাবে পুত্রবধূ, ঐশ্বর্য রাই-কে পরিবারের সদস্য হিসেবে সকলের সামনে সম্বোধন করেছিলেন, তা আজও বলিউডের অন্যতম চর্চিত অধ্যায় হয়ে রয়েছে। কারণ ওই সময় ঐশ্বর্য বচ্চন পরিবারের সদস্য হয়ে ওঠেননি ঐশ্বর্য। কিন্তু ভালবাসায় ও সম্মানে যে তিনি তখনই বচ্চন পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন, তা স্পষ্ট হয়ে হয়ে গিয়েছিল জয়ার কথাতেই।

কী বলেছিলেন সেদিন জয়া? “এই পুরস্কার আমাকে আগেও দেওয়া হয়েছিল, কিন্তু আমি নিইনি। তখন মনে হয়েছিল সময়টা ঠিক নয়। কিন্তু আজ, আমি একজন শাশুড়ি হতে চলেছি, এমন এক সুন্দর, ভদ্র ও মিষ্টি হাসির মেয়েকে ঘরে আনতে চলেছি। আমি ওঁকে আমাদের পরিবারে স্বাগত জানাই। তাই মনে হল, এই সময়টাই সঠিক পুরস্কার গ্রহণ করার জন্যে। আমি শুধু বলতে চাই, ভগবান, তিনি নারী বা পুরুষ যেই হোন না কেন, ‘হম কো মন কি শক্তি দেনা, মন বিজয় করেঁ। ঝুঁঠ সে দূর রেহে, অউর সচ কা মন ভরেঁ।’ আপনাদের সবাইকে ধন্যবাদ।”

সেই মুহূর্তটা ছিল এক পারিবারিক সুন্দর ফ্রেমের মতো। যেখানে শাশুড়ি নিজে মঞ্চে উঠে ভালবাসা দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁর হবু পুত্রবধূকে, তাও আবার গোটা ইন্ডাস্ট্রির সামনে। একদিকে জয়াকে দেওয়া সম্মান, অন্যদিকে ঐশ্বর্যের প্রতি প্রকাশ্যে স্বীকৃতি— দুই মিলে গড়ে উঠেছিল এক দারুণ মুহূর্ত। যা আজও বচ্চন পরিবার ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছে।