AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধূমপানে আসক্তি, মাদক সেবন…, কোন কঠিন চ্যালেঞ্জের কথা বলেন করিশ্মা?

সমসাময়িক অভিনেত্রীদের কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছিলেন একাই করিশ্মা কাপুর। তাঁকে দেখে রীতিমত অস্বস্তিতে থাকতেন করিনা কাপুর। ভাবতেন দিদির মতো তিনি কি পারবেন অভিনয় জগতে দাপিয়ে বেড়াতে!

ধূমপানে আসক্তি, মাদক সেবন..., কোন কঠিন চ্যালেঞ্জের কথা বলেন করিশ্মা?
| Edited By: | Updated on: Jun 02, 2025 | 6:44 PM
Share

করিশ্মা কাপুর, কাপুর পরিবারের প্রথম কন্যা সন্তান, যিনি একটা সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছিলেন। একের পর এক জনপ্রিয় ছবি বলিউডের দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সমসাময়িক অভিনেত্রীদের কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছিলেন একাই করিশ্মা কাপুর। তাঁকে দেখে রীতিমত অস্বস্তিতে থাকতেন করিনা কাপুর। ভাবতেন দিদির মতো তিনি কি পারবেন অভিনয় জগতে দাপিয়ে বেড়াতে! সেই স্টারই একটা সময় নিজেকে গুঁটিয়ে নিয়েছিলেন সিনেদুনিয়া থেকে।

অথচ বিয়ের পরই সবটা পাল্টে যায় করিশ্মা কাপুরের জীবনে। সেই বৈবাহিক জীবন যে মোটেও সুখের ছিল না, তাও এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর বিভিন্ন মন্তব্যে। তবে কোথাও গিয়ে নিজেকে বলিউড থেকে সরিয়ে নেওয়ার আক্ষেপ আজও কাজ করে তাঁর মনে। বর্তমানে বেশ কিছুবছর বিরতির পর বলিউডে আবারও ফিরেছেন করিশ্মা কাপুর।

একের পর এক কাজের প্রস্তাব আসছে তাঁর হাতে। একবার মুখ খুললেন তিনি তাঁর শো ব্রাউন নিয়ে। এই প্রসঙ্গে ইটাইমসের কাছে অভিনেত্রী জানিয়েছিলেন, রীতিমত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে এই ছবি করতে গিয়ে।

অ্যাঙ্গলো ইন্ডিয়ান পুলিশ চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্র মূলত কলকাতা নির্ভর। তাই রীতিমত বাংলাও শিখতে হয়েছিল তাঁকে। তবে এই চরিত্র বেশ চ্যালেঞ্জিং ছিল করিশ্মার কাছে। অতীতে অনেক কঠিন চরিত্রে অভিনয় করলেও তিনি কোথাও গিয়ে যেন অস্বস্তিতে ভুগতেন এই ছবির চরিত্র নিয়ে। চেইন স্মোকার অর্থাৎ ধূমপানে আসক্তি, মাদক সেবন সবই ছিল এই চরিত্রের একটা অংশ। তবে কাজের দিক থেকে এই ব্রাউন সত্যই করিশ্মার কাছে ভীষণ সুখকর ছিল বলে জানান নায়িকা।

করিশ্মা কাপুর জানান, সবটা শুনে প্রথমে তাঁর মনে হয়েছিল, সত্যি কি তাঁর এই চরিত্রটা করা উচিত! পরবর্তীতে পরিচালক যখন তাঁকে সবটা বোঝায় তখন তিনি স্থির করেন কাজটা তিনি করবেন, এবং এই চ্যালেঞ্জটাও গ্রহণ করবেন।