AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাধুরীকে ব্লাউজ খোলার নির্দেশ, শর্ত শুনেই কী করে বসেন নায়িকা

পরিচালকের দাবি মানতে পারেননি তিনিও। তাঁকে বলা হয়েছিল ব্লাউড খুলে ব্রা পরে ক্যামেরার সামনে একটি দৃশ্য করতে হবে। মাধুরী দীক্ষিত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি পারবেন না। যার ফলে খুব একটা সুখকর হয়নি।

মাধুরীকে ব্লাউজ খোলার নির্দেশ, শর্ত শুনেই কী করে বসেন নায়িকা
| Edited By: | Updated on: May 15, 2025 | 7:40 PM
Share

ছবির চরিত্রের স্বার্থে বহু অভিনেতা অভিনেত্রীকেই এমন অনেক দৃশ্যে কাজ করতে দেখা যায়, প্রাথমিকভাবে যা বিতর্ক উস্কে দেয়। কোনও কোনও সেলেব সেই বিতর্কের কথা মাথায় রেখেই ছবি করেন, মেনে নেন চরিত্রের স্বার্থে যতটা সম্ভব করার, অন্যদিকে কেউ কেউ আবার এই ধরনের চরিত্রে স্পষ্ট আপত্তি জানিয়ে দেন। বিশেষ করে ৯-এর দশকের অভিনেত্রীদের ক্ষেত্রে এই ধরনের নানান ছুৎমার্গ দেখা যেত। সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। পরিচালকের দাবি মানতে পারেননি তিনিও। তাঁকে বলা হয়েছিল ব্লাউড খুলে ব্রা পরে ক্যামেরার সামনে একটি দৃশ্য করতে হবে। মাধুরী দীক্ষিত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি পারবেন না। যার ফলে খুব একটা সুখকর হয়নি।

ছবির নাম শনক্ত, ১৯৮৯ সালে এই ছবি সই করেছিলেন অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিত। তখনও মাধুরী বলিউডে সেই জায়গা করে উঠতে পারেননি। পরিচালক তিনু আনন্দ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঠিক কী ঘটেছিল সেই ছবির সেটে। পরিচালক প্রথম দিনেই যে দৃশ্য শুট করতে চলেছিলেন, সেখানেই দেখানো হয়, অমিতাভ বচ্চনকে ভিলেনরা চেইন দিয়ে বেঁধে রেখেছেন। তিনি চেষ্টা করছেন ছবির নায়িকা মাধুরীকে রক্ষা করতে। চিত্রনাট্যে এমনটাই ছিল। যেখানে মাধুরীর মুখে সংলাপ ছিল– কেন চেইনে বাঁধা এক পুরুষকে আক্রমণ করছেন আপনারা? যখন আপনাদের সামনে একটা মেয়ে রয়েছে…। তিনু জানান, তিনি আগেই মাধুরীকে সবটা জানিয়ে দিয়েছিলেন। সবটা জেনেই মাধুরী ছবির প্রস্তাব গ্রহণ করেছিলেন।

এই দৃশ্যেই মাধুরীর নিজেই নিজের ব্লাউজ খোলার কথা ছিল। প্রকাশ্যে। কারণ ছবির গল্প অনুসারে তিনি নিজেকে সেই পরিস্থিতিতে ফেলছেন হিরোকে বাঁচাতে। মাধুরী প্রাথমিকভাবে জানিয়েছিলেন ঠিক আছে। যখন সেই দৃশ্যে শুট হওয়ার কথা, ঠিক সেই সময়ই হঠাৎ মাধুরী নিজেকে ঘরে বন্ধ করে দিয়েছিলেন ৪৫ মিনিটের জন্য। পরিচালক যখন দেখতে যান সব ঠিক আছে কি না, তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ছবি তিনি করতে পারছেন না। এরপর কিছুক্ষণ কথোপকথন চলে। পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন– মাধুরী এই ছবি থেকে বাদ। তাঁকে এই ছবি করতে হবে না। তেমনটাই ঘটে।