পাইপলাইনে মোটের ওপর ৩৫ ছবি, তবুও কোন কথা বলে চলেন মিঠুন?
প্রথমদিকে নিজের জায়গা বি-টাউনে করতে পারলেনও সেভাবে ছবির পসার জমছিল না। একটা সময়ের পর ঝড়ের গতীতে ভাল ছবির প্রস্তাব তাঁর কাছে আসতে শুরু করে, খুব কম কথা বলা মিঠুন চক্রবর্তী, সেদিন জানিয়েছিলেন, পাল্টাচ্ছে ছবির কাজ, পাল্টাচ্ছে ছবির ধরন, পাল্টাচ্ছে ছবির গল্প, অ্যাকশন, ডান্স, প্রেম সব কিছু।

বি-টাউনে তখন নতুন ঝড়ের নাম মিঠুন চক্রবর্তী। একের পর এক বক্স অফিস হিট ছবি উপহার দিচ্ছেন তিনি। নতুন অভিনয়ের দাপট, নতুন জ্যঁরকে অস্ত্র করে ভক্তমনে ঝড় তুলেছিলেন তিনি। ছোট থেকেই ছিল নাচের প্রতি টান। নাচের প্রতি ভালবাসাই তাঁকে করে তুলেছিল ‘ডিস্কো ডান্সার’। তবুও কোনওদিন নিজের গুণ-ক্ষমতা নিয়ে বিন্দুমাত্র অহংকার করেননি তিনি। প্রতিটা পদে-পদে বলতেন, “যা হচ্ছে, তা ভাগ্যের জন্যে, যা হবে তাও ভাগ্যের জন্যই।” পুরোনো এক সাক্ষাৎকারে এই নিয়ে বারে-বারে নিজের এই বিশ্বাসের কথা জানিয়েছেন মিঠুন চক্রবর্তী।
তখন তাঁর পাইপলাইনে মোটের ওপর ৩৫ টা ছবি, সংখ্যাটা শুনে অবাক বিপরীতে বসে থাকা ব্যক্তি। তিনি সাফ জানালেন, ভাল কাজ, তাও নিজের গুণকে বাহবা দেবেন না! সেদিন উত্তরে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, না, ভাগ্যের জোর না থাকলে কিছুই হয় না। ভাগ্যে ছিল বলেই তিনি ভাল কাজ করছেন, ভাগ্যের জন্যই তিনি এত কাজ পাচ্ছেন। সেই মুহূর্তে সকলেই মনে করতেন অমিতাভ বচ্চনের পরই জনপ্রিয় স্টার হতে চলেছেন মিঠুন চক্রবর্তী, শুনে একগাল হেঁসে সেদিন জানিয়েছিলেন সুপারস্টার, এটা সকলের ভালবাসা, তাঁর আলাদা করে এ প্রসঙ্গে কিছু বলার নেই।
প্রথমদিকে নিজের জায়গা বি-টাউনে করতে পারলেনও সেভাবে ছবির পসার জমছিল না। একটা সময়ের পর ঝড়ের গতীতে ভাল ছবির প্রস্তাব তাঁর কাছে আসতে শুরু করে, খুব কম কথা বলা মিঠুন চক্রবর্তী, সেদিন জানিয়েছিলেন, পাল্টাচ্ছে ছবির কাজ, পাল্টাচ্ছে ছবির ধরন, পাল্টাচ্ছে ছবির গল্প, অ্যাকশন, ডান্স, প্রেম সব কিছু। পাশাপাশি গল্পে জোর দেওয়া হচ্ছে। একসঙ্গে সেই সময় তিনি ৩৫টি ছবি সাইন করেছিলেন, প্রতিটা কাজ শেষ করার লক্ষ্যে বদ্ধপরিকর মিঠুন চক্রবর্তীর চোখে মুখে তখনও ছিল না অহংকারের বিন্দুমাত্র ছাপ। কেরিয়ারের শুরুর লড়াইটা এভাবেই তিনি গ্রহণ করেছিলেন, আর অগাধ বিশ্বাস ও ভরসা রেখেছিলেন ভাগ্যের ওপর।
