Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণবীরকে চড় মারতে গিয়ে আচমকা অচৈতন্য রশ্মিকা, কী ঘটে শুটিং সেটে?

Untold Story: এই ছবিতে রণবিজয়, থুড়ি রণবীর কাপুরের স্ত্রী হওয়ায় চিত্রনাট্যে স্বামীকে চড় মারার একটা দৃশ্য ছিল তাঁর। সেই দৃশ্যে রণবীরকে চড় মারতে গিয়ে নাকি প্রায় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন রশ্মিকা। অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি।

রণবীরকে চড় মারতে গিয়ে আচমকা অচৈতন্য রশ্মিকা, কী ঘটে শুটিং সেটে?
Follow Us:
| Updated on: Mar 29, 2025 | 1:14 PM

দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণেরই তারকা রশ্মিকা মন্দানা। সেই ছবিতে অভিনয় করে নতুন করে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন তিনি। আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ ছবিতে অভিনয় করার পর ‘অ্যানিম্যাল’ সেই ছবি, যেখানে রশ্মিকা বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। এই ছবিতে রণবিজয়, থুড়ি রণবীর কাপুরের স্ত্রী হওয়ায় চিত্রনাট্যে স্বামীকে চড় মারার একটা দৃশ্য ছিল তাঁর। সেই দৃশ্যে রণবীরকে চড় মারতে গিয়ে নাকি প্রায় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন রশ্মিকা। অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো লজ্জিত ছিলেন রশ্মিকা। বলেছিলেন, “এই দৃশ্যে অভিনয় করার পর আমি ব্ল্যাকআউট হয়ে গিয়েছি। এবং আমার কিছুই মনে নেই।” ছবিতে রশ্মিকার সংলাপ নিয়ে ট্রোলিং হয়েছিল ট্রেলার মুক্তির পরই। যে দৃশ্যের রণবীরকে চড় মেরেছিলেন রশ্মিকা, সেখানেই তাঁর সংলাপ কেউ নাকি বুঝতে পারছিলেন না। পরবর্তীকালে সেই বিষয়টি নিয়ে অজস্র মিমও তৈরি হয়।

‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর ছবিকে কেন্দ্র করে নানা সমালোচনা এবং আলোচনা হয়। ছবিটি বক্সঅফিসে ভাল পারফর্ম করলেও এর বিষয়বস্তু নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে গোটা দেশে। একবিংশ শতাব্দীতে পুরুষশাসিত মনোভাবের এমন এক ছবি নির্মাণ হওয়ার বিষয়টিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কেউ-কেউ। যদিও বক্স অফিসে তা দাপটের সঙ্গে রাজত্ব চালায়।