AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জোর করে ওরা আমায়…’, কেন শাবানা থেকে নেহা হন মনোজ বাজপেয়ীর স্ত্রী?

Shabana Raza: শাবানা যখন ডেবিউ করেছিলেন বলিউডে তখন তাঁর নাম বদলে করে দেওয়া হয় নেহা। আর এই নাম বদলের নেপথ্যে যিনি ছিলেন তিনি হলেন আর এক বিখ্যাত পরিচালক-প্রযোজক বিধু বিনোদ চোপড়া।

'জোর করে ওরা আমায়...', কেন শাবানা থেকে নেহা হন মনোজ বাজপেয়ীর স্ত্রী?
কেন শাবানা থেকে নেহা হন মনোজ বাজপেয়ীর স্ত্রী?
| Updated on: Feb 11, 2024 | 6:02 PM
Share

শাবানা রাজাকে চেনেন? বহু বছর আগেই বলিউডকে বিদায় জানিয়েছেন তিনি। তবে একসময় বেশ কয়েকটি ছবি করে তিনি অর্জন করেছিলেন খ্যাতি। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি অভিনেতা মনোজ বাজপেয়ীর স্ত্রী। এ হেন শাবানা যখন ডেবিউ করেছিলেন বলিউডে তখন তাঁর নাম বদলে করে দেওয়া হয় নেহা। আর এই নাম বদলের নেপথ্যে যিনি ছিলেন তিনি হলেন আর এক বিখ্যাত পরিচালক-প্রযোজক বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদের ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘করিব’-এর মধ্যে দিয়েই বলিউডে ডেবিউ হয়েছিল তাঁর। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল ববি দেওলকে। ছোট্ট কেরিয়ারে মাত্র নয়টি ছবিতে অভিনয় করেছিলেন শাবানা। কেন হঠাৎ করে নাম পরিবর্তন? কেন শাবানা হয়ে গেলেন নেহা?

অতীতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কোনওদিনই নেহা ছিলাম না। ছিলাম শাবানাই। আমাকে আমার নাম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল। আমার একদম ভাল লাগেনি এই ব্যাপারটা। আমার বাবা-মা খুব গর্ব সহকারেই আমার নাম শাবানা রাখে। আমি সবাইকে বলেছিলা, নাম পরিবর্তন করার কোনও দরকার নেই। কিন্তু কেউ আমার কথা শোনেনি।” ২০০৬ সালে ‘ফিজা’ ছবিতে তাঁর সহ অভিনেতা মনোজকে বিয়ে করেছিলেন শাবানা। তারপর থেকে যদিও আর নেহা নাম ব্যবহার করতে দেখা যায়নি। ২০০৯ সালে আচমকাই সব ছেড়ে দেন তিনি। বিদায় জানান বলিউডকে।

কীভাবে বলিউডে আসা তাঁর? শাবানার কথায়, “আমি কোনওদিনই ছবি করতেই চাইনি। আমি দিল্লিতে পড়াশোনা করেছিলাম। সব কিছু বেশ ভালই চলছিল। হঠাৎই করেই আমাকে টেলিভিশনের পর্দায় একটি কারণে ওঁরা আমাকে দেখেন। তারপরেই ছবির জন্য আমার কাছে অফার আসে। আমি রাজি ছিলাম না। আমার বাবা-মায়ের সঙ্গে ওঁরা যোগাযোগ করেন। আমি রাজি না থাকলেও ওঁরা রাজি হয়ে যান। যদিও কাজ শুরু করার পর ক্যামেরার সামনে নিজেকে ভাল লেগে যায়।” ব্যস এভাবেই জার্নি শুরু হয় তাঁর। মাত্র ১০ বছর সিনে জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর পর যদিও আর তাঁকে দেখা যায়নি। বর্তমানে মনোজ ও মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি।