বাবা হিসাবে কেমন শাহরুখ খান?

শাহরুখ খান বলিউডের সুপারস্টার হতে পারেন, কিন্তু তিনি একজন বাবাও। আরিয়ান, সুহানা এবং আবরাম—এই তিন সন্তানের বাবা কিং খান। কিন্তু প্রশ্ন, কেমন বাবা তিনি?

বাবা হিসাবে কেমন শাহরুখ খান?
বাচ্চাদের সঙ্গে শাহরুখ খান
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 7:30 PM

শাহরুখ খান বলিউডের সুপারস্টার হতে পারেন, কিন্তু তিনি একজন বাবাও। আরিয়ান, সুহানা এবং আবরাম—এই তিন সন্তানের বাবা কিং খান। কিন্তু প্রশ্ন, কেমন বাবা তিনি? ছেলেমেয়েদের জন্য সময় দিতে পারেন?

বাবা হিসাবে শাহরুখ ভীষণ ‘প্রোটেক্টিভ’। বিশেষ করে মেয়ে সুহানার ব্যাপারে খুবই ‘রক্ষণশীল’ বাবা শাহরুখ। কেমন সেই রক্ষণশীলতা? একবার একটি সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন কোনও ছেলে সুহানার সঙ্গে ডেটিংয়ের নামে অসভ্যতা করলে তাঁর কপালে দুঃখ আছে। কিং খান বলেছেন “ আমি জেলে পর্যন্ত পারি, তুমি যা আমার মেয়ের সঙ্গে করেছ, আমি ঠিক তাই তোমার সঙ্গে করব।” একবার করণ জোহর শাহরুখকে জিজ্ঞেস করেছিলেন যদি কেউ সুহানাকে চুমু খায়, কী করবেন তিনি? এক মুহূর্ত সময় না নিয়ে বাবা শাহরুখের উত্তর “ ঠোঁট টেনে ছিঁড়ে নেব।” বোঝাই যাচ্ছে, মেয়ের ব্যাপারে কত দূুর পর্যন্ত যেতে পারেন বাদশা!

View this post on Instagram

A post shared by Suhana Khan (@suhanakhan2)

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

শাহরুখের মেয়ে বলে কথা! স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সুহানাকে গোটা দেশ এখন চেনে। এই মুহূর্তে সুহানা পড়াশুনা করছেন। খুব তাড়াতাড়ি হয়ত বলিউডে ডেবিউও করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ শাহরুখকন্যা। তাঁর একএকটা পোস্ট কমেন্টসএ ভেসে যায়। একবার তাঁর গায়ের কালো রঙ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নেটিজেনরা। শাহরুখকন্যাও চুপ করে বসে থাকেননি। সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দিয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে, যেমন বাবা তাঁর তেমনি মেয়ে!

আরও পড়ুন :১০ মাস পর লন্ডন থেকে দেশে ফিরে কী করলেন রাধিকা আপ্তে?