AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship: শ্রীদেবী মিঠুনের গোপন বিয়ে ভাঙল কেন? জানুন ভিতরের কারণ…

Mithun-Sridevi: শোনা যায় গোপনে তাঁদের বিয়েও নাকি হয়ে গিয়েছিল। তা সে বহু বছর আগের কথা। কিন্তু জানেন কি! মিঠুনের সঙ্গে প্রেম ভাঙার পর ঠিক কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর? সম্প্রতি তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা।

Relationship: শ্রীদেবী মিঠুনের গোপন বিয়ে ভাঙল কেন? জানুন ভিতরের কারণ...
| Edited By: | Updated on: Feb 18, 2025 | 6:43 PM
Share

বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় নানা নায়ক-নায়িকার প্রেম-বিচ্ছেদের গল্প। কোনও নায়িকার মন ভাঙল, আবার কারও ডিভোর্স হল। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলও কম নয়। তাই তো এত বছর পরেও শ্রীদেবী এবং মিঠুন চক্রবর্তীর সম্পর্ক, বিচ্ছেদকে ঘিরে নানা আলোচনাও বর্তমান। মিঠুনের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল একসময়। শোনা যায় গোপনে তাঁদের বিয়েও নাকি হয়ে গিয়েছিল। তা সে বহু বছর আগের কথা। কিন্তু জানেন কি! মিঠুনের সঙ্গে প্রেম ভাঙার পর ঠিক কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর? সম্প্রতি তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা।

মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে নাকি ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। সুজাতা বলেন, “ও ওই সময় মানসিকভাবে খুব অস্থির ছিল। তবে কাজের জায়গাটা ঠিক রেখেছিল। বিচ্ছেদের পরেও কাজে কোনও ক্ষতি হতে দেননি। শুটিংয়ের পর এক কোণেয় গিয়ে চুপচাপ বসে থাকতেন শ্রীদেবী। এটা বলতে পারি ওই বিচ্ছেদ শ্রীকে একেবারে যেন ভেঙে দিয়েছিল। আমার মনে হয় ওরা একে অন্যকে খুবই ভালবাসত। অনেকেই বলেন ওরা নাকি গোপনে বিয়েও করেছিল।” বলিসূত্রে আবার খবর শ্রীদেবীর সঙ্গে যে সময় সম্পর্কে জড়িয়ে ছিলেন মিঠুন, তখন তিনি বিবাহিত। সাংসারিক অশান্তির কারণেই নাকি ভেঙে গিয়েছিল সম্পর্ক। শোনা যায় ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল তাঁরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন। যদিও যোগীতা বালি নাকি এভাবেই মিঠুন চক্রবর্তীকে মেনে নিতে রাজি ছিলেন। কারণ সেই সময় বলিউডে দ্বিতীয় বিয়ে খুব একটা অস্বাভাবিক কিছু ছিল না।