AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋতুপর্ণ ঘোষ কোন ছবিতে অক্ষয়-বিদ্যাকে কাস্ট করতে চেয়েছিলেন?

সম্প্রতি জানা গিয়েছে এই ছবিটা যে উপন্যাসকে ভিত করে তৈরি, সেটার উপর কাজ করতে চেয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। প্রীতিশ নন্দী আর ঋতুপর্ণ ঘোষ, দুই ব্যক্তির নাম জড়িয়েছিল এই ভাবনার সঙ্গে। দেব আনন্দ যে চরিত্রটা করেছেন, সেখানে ঋতুপর্ণ নাকি ভেবেছিলেন অক্ষয় কুমারকে কাস্ট করবেন। আর বৈজয়ন্তী মালা যে চরিত্রটা করেছেন, তার জন্য নাকি পরিচালকের মনে ধরেছিল বিদ্যা বালনকে।

ঋতুপর্ণ ঘোষ কোন ছবিতে অক্ষয়-বিদ্যাকে কাস্ট করতে চেয়েছিলেন?
| Edited By: | Updated on: Apr 25, 2025 | 2:24 PM
Share

‘জুয়েল থিফ’ বিখ্যাত হিন্দি ছবি। ১৯৬৭ সালে ছবিটা মুক্তি পেয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল দেব আনন্দ, বৈজয়ন্তী মালা আর অশোক কুমারকে। সম্প্রতি জানা গিয়েছে এই ছবিটা যে উপন্যাসকে ভিত করে তৈরি, সেটার উপর কাজ করতে চেয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। প্রীতিশ নন্দী আর ঋতুপর্ণ ঘোষ, দুই ব্যক্তির নাম জড়িয়েছিল এই ভাবনার সঙ্গে। দেব আনন্দ যে চরিত্রটা করেছেন, সেখানে ঋতুপর্ণ নাকি ভেবেছিলেন অক্ষয় কুমারকে কাস্ট করবেন। আর বৈজয়ন্তী মালা যে চরিত্রটা করেছেন, তার জন্য নাকি পরিচালকের মনে ধরেছিল বিদ্যা বালনকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ঋতুপর্ণর বহু অনুরাগীর গলায় আফসোসের সুর। একজন লিখেছেন, ”বলিউডের তাবড় নায়ক-নায়িকাদের সঙ্গে কাজ করেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন থেকে অজয় দেবগণ, সকলেই তাঁর ছবিতে আজীবন মনে রাখার মতো কিছু চরিত্রে কাজ করেছেন। তাই অক্ষয় কুমার যদি পরিচালকের সঙ্গে কাজ করতেন, তা হলে রসায়ন হতো দেখার মতো।” বিদ্যা আর অক্ষয় জুটি বেঁধে অবশ্য পরবর্তীকালে বলিউডে একাধিক সফল ছবি করেছেন।

লক্ষণীয়, অক্ষয়ের সঙ্গে পরিচালক ঋতুপর্ণর ছবি হতো কিনা, সেই প্রসঙ্গ উঠে এসেছে ‘কেশরী টু’ ছবিটা মুক্তি পাওয়ার পর। কেমন ব্যবসা করতে পারল নায়কের এই ছবি? দেশে প্রথম সপ্তাহে ছবিটা ৪৬.৫৪ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। মানে ছবি ফ্লপ না হলেও ১০০ কোটির ব্যবসা ছুঁতে পারল না অক্ষয়ের নতুন ছবিটা। বরং বছরের শুরুতে মুক্তি পাওয়া অক্ষয়ের ছবি ‘স্কাইফোর্স’ ১০০ কোটির অঙ্ক ছুঁতে পেরেছিল। মোটের উপর গত দু’ বছর ধরে বক্স অফিস গেমে অক্ষয় বাজিমাত করতে পারছেন না।