AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রঘু ডাকাত’-এর পাশে প্রসেনজিত্‍-সৃজিত, দেব-শ্রাবন্তী রোম্যান্স, আর কী থাকছে?

রঘু ডাকাত' ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ঘিরে উত্তেজনা চরমে। মেগাস্টার দেবের ২০ বছর সম্পূর্ণ হচ্ছে বাংলা ছবিতে। যদি তাঁর জনপ্রিয়তা বিচার করা হয় বা ছবির বাণিজ্যিক সাফল্য, তা হলে এটা বলা যায়, বাংলা ছবিতে সামনের ২০ বছরে আর একজন 'দেব' তৈরি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। দেবের জার্নি নজরকাড়া।

'রঘু ডাকাত'-এর পাশে প্রসেনজিত্‍-সৃজিত, দেব-শ্রাবন্তী রোম্যান্স, আর কী থাকছে?
| Updated on: Sep 20, 2025 | 9:27 AM
Share

‘রঘু ডাকাত’ ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ঘিরে উত্তেজনা চরমে। মেগাস্টার দেবের ২০ বছর সম্পূর্ণ হচ্ছে বাংলা ছবিতে। যদি তাঁর জনপ্রিয়তা বিচার করা হয় বা ছবির বাণিজ্যিক সাফল্য, তা হলে এটা বলা যায়, বাংলা ছবিতে সামনের ২০ বছরে আর একজন ‘দেব’ তৈরি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। দেবের জার্নি নজরকাড়া। বহু লড়াই সামলে দেব আজকে টলিউডের রাজা। সন্ধেবেলার ইভেন্টে, দেবের ছোটবেলা থেকেই পথচলার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের হাজির করা হবে। শুধু তারকারা নন, দেবের বন্ধু, পরিবারের মানুষ, সারা বছর তাঁর যাঁরা সহযোগী, সকলের সঙ্গে মঞ্চে নায়কের মুহূর্তগুলো হবে মনে রাখার মতো।

দুর্গাপুজোতে যেমন ‘রঘু ডাকাত’ মুক্তি পাবে, তেমনই আসছে ‘দেবী চৌধুরাণী’। সেই টিমকে আজকে দেখা যাবে দেবের পাশে। ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় বললেন, ”আমি দেবকে আশীর্বাদ দিতে পৌঁছে যাব।” দেবের সঙ্গে নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জুটি বরাবর দর্শকের প্রিয়। শ্রাবন্তী বললেন, ”এটুকু বলতে পারি দেবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে আমাকে।” বিভিন্ন ছবিতে যেসব নায়িকারা দেবের সঙ্গে কাজ করেছেন, তাঁদের অনেকেই এদিন নায়কের সঙ্গে মঞ্চ মাতাবেন। যেমন পূজা বন্দ্যোপাধ্যায় বা নুসরত জাহান। দেবের কিছু অনুরাগী অবশ্য নায়কের পাশে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে খুঁজছেন…কিন্তু সব ইচ্ছা কি পূরণ হয়? ‘রঘু ডাকাত’-এর নায়িকা ইধিকা পালকে একাধিকবার মঞ্চে দেখা যাবে, তেমনই চর্চা।

দেবের পাশে যেমন তাঁর বিভিন্ন ছবির প্রযোজকরা থাকছেন, তেমনই পরিচালকরা মঞ্চে তাক লাগিয়ে দেবেন, খবর এমনই। কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, অভিজিত্‍ সেন, রাজা চন্দ, ধ্রব বন্দ্যোপাধ্যায়, সুজিত দত্ত-র মতো পরিচালকদের নাকি কোনও পারফরম্যান্সে দেখা যেতে পারে দেবের সঙ্গে। আর একটা বিশেষ সেগমেন্টের সঞ্চালনার দায়িত্বে থাকছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি করা হয়েছিল। ৪৯ টাকার টিকিট সবই বিক্রি হয়ে গিয়েছে। এই টাকা বাংলা ছবির সঙ্গে জড়িত টেকনিশিয়ানদের উন্নতির জন্য ব্যবহার হবে। ২০ বছর সম্পূর্ণ করে মেগাস্টার দেব বুঝিয়ে দিচ্ছেন, তিনি এই দুনিয়ার যতটা পেলেন, তাঁর দ্বিগুণ ফিরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর।