Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুষ্পা ২- এর আল্লুর হয়ে হিন্দি ডাবিং কোন বলি অভিনেতার জানেন?

রবিবার সন্ধে, তারিখটা ১৭ অক্টোবর। পটনায় অনুষ্ঠিত হল এক উৎসব। দিল্লি, মুম্বই, কলকাতা নয়-- বরং সেখানেই অনুষ্ঠিত হল পুষ্পা ২-র ট্রেলার লঞ্চের মেগা ইভেন্ট। পুষ্পা মুক্তি পেয়েছিল নানা ভাষায়। দক্ষিণী এই ছবির প্রথম ভাগে নায়ক আল্লু অর্জুনের গলা হিন্দিতে ডাব করেছিলেন বলিউডের এক অভিনেতা।

পুষ্পা ২- এর আল্লুর হয়ে হিন্দি ডাবিং কোন বলি অভিনেতার জানেন?
Follow Us:
| Updated on: Nov 18, 2024 | 8:41 PM

রবিবার সন্ধে, তারিখটা ১৭ অক্টোবর। পটনায় অনুষ্ঠিত হল এক উৎসব। দিল্লি, মুম্বই, কলকাতা নয়– বরং সেখানেই অনুষ্ঠিত হল পুষ্পা ২-র ট্রেলার লঞ্চের মেগা ইভেন্ট। পুষ্পা মুক্তি পেয়েছিল নানা ভাষায়। দক্ষিণী এই ছবির প্রথম ভাগে নায়ক আল্লু অর্জুনের গলা হিন্দিতে ডাব করেছিলেন বলিউডের এক অভিনেতা। তিনি আর কেউ নন, শ্রেয়স তালপাড়ে। দ্বিতীয় ভাগেও কি শ্রেয়স? ট্রেলার দেখে যখন ভক্তদের মনে নানা প্রশ্ন তখন জানিয়ে রাখা যাক আসল খবরটা।

হ্যাঁ, পুষ্পা ২-এও পরিচালক বেছে নিয়েছেন শ্রেয়সকেই। হিন্দিভাষী দর্শককে টানতে শ্রেয়সের কণ্ঠই উপযুক্ত বলে মনে করেছেন তাঁরা। প্রসঙ্গত, রবিবার পটনা পৌঁছে অনুরাগীদের উদ্দেশে আল্লু বলেন, “নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। প্রথমবার বিহারে এলাম। আপনাদের স্বাগত ও ভালবাসার জন্য ধন্যবাদ। পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।”

ছবিটি নিয়ে হাইপ তুঙ্গে। এই ছবির জন্য আল্লুর পারিশ্রমিক ৩০০ কোটি টাকা! যা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই গড়ে তুলেছে রেকর্ড। সব ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি। হাতে আর মাত্র কয়েকটা দিন। যদিও উত্তেজনায় ঘুম উড়েছে আল্লু ভক্তদের।