‘এম্পারার ভার্সেস শরত্চন্দ্র’ ছবির প্রযোজক বদল? কেন দরকার পড়ল?
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবির কাজে হাত দেবেন। এই বছর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। বড়দিনে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটা। এরই মধ্যে নতুন ছবির পরিকল্পনা করে ফেললেন পরিচালক। তাঁর আগামী ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরত্চন্দ্র’, সেই ঘোষণা করেছিলেন।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবির কাজে হাত দেবেন। এই বছর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। বড়দিনে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটা। এরই মধ্যে নতুন ছবির পরিকল্পনা করে ফেললেন পরিচালক। তাঁর আগামী ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরত্চন্দ্র’, সেই ঘোষণা করেছিলেন। TV9 বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, ”আগামী বছর ‘পথের দাবী’ প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি।” পরিচালকের থেকে জানা গেল, জানুয়ারি মাসে এই ছবির শুটিংয়ের পরিকল্পনা করছেন তিনি।
এই ছবির কাস্টিং তাক লাগানো। আবীর চট্টোপাধ্যায়ের কাছে যেমন ছবির প্রস্তাব গিয়েছে, তেমনই প্রস্তাব গিয়েছিল টোটা রায়চৌধুরীর কাছে। এই ছবি প্রযোজনার দায়িত্বে ছিল এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া। শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি এবং রাণা সরকারের যৌথ প্রযোজনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ তৈরি করেছেন সৃজিত। তবে এবার ছবির প্রযোজক বদল হচ্ছে।
TV9 বাংলাকে পরিচালক জানালেন, ”বাংলা ছবি মুক্তির ক্ষেত্রে কোন প্রযোজক কোন তারিখে ছবি আনবেন, সেই বিষয়ে স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে সকলের উপস্থিতিতেই। যে দুই প্রযোজকের ছবিটা করার কথা ছিল, তাঁদের নির্দিষ্ট তারিখে মানে উত্সবের মরসুমে অন্য ছবি আনার কথা। মে মাসে যেহেতু তাঁদের অন্য ছবি রয়েছে, তাই এই ছবিটা আনা সম্ভব হবে না। কিন্তু আমার আগামী বছরের যাবতীয় কাজের শিডিউল হয়ে রয়েছে। সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। সেই কারণে এই ছবির প্রযোজক বদলের দরকার পড়ল।” কে হবেন এই ছবির প্রযোজক, তা ঠিক হয়ে গেলেও, এখনই ঘোষণা করলেন না পরিচালক।
আগামী বছরে কোন প্রযোজক মুক্তির কোন তারিখ নিয়ে রেখেছেন, তা ছবি তৈরি এবং মুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন কী-কী পরিবর্তন আসে, সেটাই দেখার অপেক্ষা।
