২০২২ সাল রশ্মিকা মনদানার (Rashmika Mandanna) জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই বছর তিনি নিজের দক্ষিণী গণ্ডি থেকে বেরিয়ে পা রেখেছেন হিন্দি বলয়ে। একের পর এক হিন্দি ছবিতে তাঁকে দেখতে পাওয়া যাবে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতে ডেবু করছেন। রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবি। এখানেই শেষ নয়, রণবীর কাপুরের সঙ্গে করছেন ‘অ্যানিমেল’ ছবি। রণবীরের সঙ্গে মানালিতে সদ্য শুটিং সেরে ফিরেছেন তিনি। মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে রণবীরের নায়িকাকে। ‘পুষ্পা’ ছবি খ্যাত রশ্মিকা এখন বলিউডের পরিচালকদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছেন, বোঝাই যাচ্ছে।
হিন্দি ছবির এই যাত্রার বিষয়ে তিনি কতটা উৎসাহী, আর কতটা চাপে রয়েছেন? না, তিনি একেবারেই চাপে নেই। নিজেই জানিয়েছেন সেই কথা। কী বলছেন তিনি এই নিয়ে? “আমি একেবারেই কোনও চাপ অনুভব করছি না হিন্দি সিনেমায় অভিনয় করতে। কারণ আমার শক্ত অনুরাগীকুল রয়েছেন দক্ষিণের বাইরেও”, মনে করেন রশ্মিকা। আর এটা সম্ভব হয়েছে তাঁর দক্ষিণী ছবির জন্যই। তাও জানালেন তিনি।
২৬ বছরের রশ্মিকা হিন্দি ছবির আগে দক্ষিণে যে সব ছবি করেছেন যেমন, ‘ডিয়ার কমরেড’, ‘সুলতান’ আর অবশ্যই ‘পুষ্পা’, তার জন্যে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়। বিশেষ করে ‘পুষ্পা’ ছবিতে তাঁর অভিনয় আর তাঁর লিপে ‘সাম্বে, বলম সাম্বে’ গানের সঙ্গে যে স্টাইলে তিনি নাচ করেছেন ছবিতে, সেই গানে আর নাচের স্টাইলে রিল করেছেন শুধু ভারতে নয়, দেশের বাইরেও মানুষজন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কেউ বাদ যাননি তালিকা থেকে। জনপ্রিয়তা কতটা তিনি পেয়েছেন, এর থেকেই বোঝা যাচ্ছে। আর এই কারণেই তিনি চিন্তিত নন তাঁর হিন্দি ছবি নিয়ে। বরং তিনি আশাবাদী দক্ষিণের ছবির জন্য যে ভালবাসা তিনি পেয়েছেন, ঠিক তেমন বা তার থেকেও বেশি ভালবাসা পাবেন হিন্দি ছবির জন্য।
তিনি আরও মনে করেন একটা করে বছর যাচ্ছে, আর তিনি আরও বড় হচ্ছেন। শুধু বয়সে নয়, কাজের ক্ষেত্রেও। শিখছেন নতুন নতুন বিষয়। অনুরাগীরা যে ভালবাসা তাঁকে দিচ্ছেন, তিনিও চান সেই ভালবাসা ফিরিয়ে দিতে নিজের অভিনয় দিয়ে। সঙ্গে নিজেকে ফিট রাখার যে গোল তিনি তৈরি করেছেন, সেটাও বজায় রাখবেন। রশ্মিকার কথা শুনে বোঝা যাচ্ছে দীপিকা পাড়ুকোনের পর তিনিও বলিউড জয় করতে এসেছেন। লম্বা দৌঁড়ের জন্য হচ্ছেন তৈরি।
আরও পড়ুন-Saswata Chatterjee-Shabor: চার বছর পর ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায় শবররূপে, নতুন কী চমক থাকছে?
আরও পড়ুন-Dona Bhowmick-Tumpa Autowali: কে এই টুম্পা, কেন তাঁকে অটোওয়ালি সম্বোধন করা হচ্ছে?
আরও পড়ুন-Ranveer-Karan-Alia: স্বামী রণবীর নয়, দীপিকার বর রণবীরের সঙ্গে আলিয়া, বিয়ের পর এ কি করছেন তিনি?