এখন পর্যন্ত রাজামৌলির ছবি ‘আরআরআর’ অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল দক্ষিণেরই আর একটি ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’। শুধু দেশে নয়, এই ছবি বিশ্বব্যাপী ছাপ ফেলেছে। ভারতের বাইরেও শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং। তাও ছবি মুক্তির এক সপ্তাহ আগে।
১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে যশ, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন অভিনীত ‘কেজিএফ-চ্যাপ্টার ২’। ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ভারত, আমেরিকা, গ্রিস, ইতালি-তে ছবির অগ্রিম বুকিং। আর সঙ্গে সঙ্গে হু হু করে বিক্রি হচ্ছে সিনেমার টিকিট। সূত্রের খবর, ১২ ঘণ্টার মধ্যে হিন্দি বলয়ে প্রায় ১,০৭ লাখ টিকিট বিক্রি হয়েছে ছবির। এই তথ্য থেকে মনে করা হচ্ছে জুনিয়র এনটিআর-রাম চরণ অভিনীত ছবিকে পিছনে ফেলে দেবে ছবির ব্যবসা।
কেন এমন মনে করা হচ্ছে? প্রথমত, এই ছবি একা সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। আঞ্চলিক নববর্ষের সময় এই ছবি দক্ষিণের আর একটি ছবি বিজয় অভিনীত ‘বিস্ট’, আর শাহিদ কাপুর অভিনীত দক্ষিণের রিমেক ছবি’ জার্সি’-র সঙ্গে মুক্তি পাচ্ছে। ‘আরআরআর’ ২৫ মার্চ মুক্তি পায়। সেই ছবির সঙ্গে আর কোনও বড় ছবি ছিল না। ৩৭৮৮টা শো দিয়ে শুরু হয়েছিল রাজামৌলির সিনেমা যাত্রা। সেখানে প্রশান্ত নীল পরিচালিত এই ছবি পাচ্ছে ১৮৩৯ শো। ‘আরআরআর’-এর পুরো অগ্রিম বুকিং ছিল ৫.০৮ কোটি টাকা। সেখানে এখনও পর্যন্ত কেজিএফ ২ ৩.৩৫ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। হাতে রয়েছে আরও কয়েকটি দিন। মানে অগ্রিম বুকিং যে আরও হবে, সেটা বোঝাই যাচ্ছে।
‘কেজিএফ ১’ ছবির রকিরূপে যশ-কে সকলের পছন্দ ছিল। দ্বিতীয় ভাগের জন্য ছিল অপেক্ষা। এবার তাঁর সঙ্গে সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন জুড়েছেন। ছবির ট্রিজারে সঞ্জয় দত্তকে দেখার পর থেকে কৌতুহল ছিল দর্শকদের মধ্যে। ট্রেলার মুক্তির পর আগ্রহ বেড়েছে, অগ্রিম বুকিংয়ের দিকে দেখলেই তা বোঝা যাচ্ছে। শাহিদের ছবির ‘জার্সি’ কতটা পাল্লা দিতে পারে সেটা পরিষ্কার হবে ছবি মুক্তিতে। সেই সঙ্গে যশ অভিনীত ‘কেজিএফ২ ‘রাজামৌলির ‘আরআরআর’ ছবির বিজয়রথ আটকাতে পারে কিনা সেটা দেখার অপেক্ষা সিনেমা বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শকদের।
আরও পড়ুন-Katrina-Sham: বউমা ক্যাটরিনার সমুদ্রসৈকতের ছবি দেখে শ্বশুরমশাই কী প্রতিক্রিয়া দিলেন?
আরও পড়ুন-Yash-K.G.F: যশ-সঞ্জয় জুটি কোন ঝড় নিয়ে আসতে চলেছেন?
আরও পড়ুন-Srabanti-Om: শ্রাবন্তী আর ওম, কে কাকে ভয় পেতে বারণ করছেন, কেনই বা করছেন?