Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yash-KGF – Chapter 2:  একের পর এক ইতিহাস সৃষ্টি করছে ‘কেজিএফ-২’

Yash-KGF – Chapter 2: যশ ছাড়াও এই ছবিতে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডন। ছবির টিজার থেকেই এই ফ্র্যাঞ্চাইজ়ি ছবির প্রতি আগ্রহ তৈরি হয়েছিল।

Yash-KGF – Chapter 2:  একের পর এক ইতিহাস সৃষ্টি করছে 'কেজিএফ-২'
'কেজিএফ ২' ছবির পোস্টার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 4:12 AM

যশ (Yash) অভিনীত, প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF – Chapter 2 ) ছবি মুক্তির আগেই তৈরি করছে ইতিহাস। কেভিডের কারণে সমানে মুক্তির তারিখ পিছিয়েছে। অবশেষে ঠিক হয় ১৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। এক সপ্তাহ আগেই শুরু হয়েছে ছবির অগ্রিম বুকিং। বুকিংয়েই রেকর্ড গড়েছে ‘কেজিএফ ২’। পিছনে ফেলে দিয়েছে দক্ষিণেরই আর একটি ছবির ব্যবসাকে। ২৫ মার্চ মুক্তি পেয়েছে রাজামৌলি পরিচালিত, এনটি আর জুনিয়র এবং রাম চরণ অভিনীত ‘আরআরআর’ ছবি। এই ছবির প্রথম দিনের অগ্রিম বুকিংকে পিছনে ফেলেছে যশ অভিনীত ছবি। এবার  আরও একটি ইতিহাস তৈরি করল ‘কেজিএফ ২’। সকাল ৬টায় প্রথম শো, তাও দক্ষিণে নয়, গুজরাতের সুরাতের মাল্টিপ্লেক্সে।

ঘটনাটা কী? সুরাতে দ্য ফ্রাইডে সিনেমা মাল্টিপ্লেক্স সিনেমা হলে প্রথম শো ছিল ৬.১৫ মিনিটে। এই শোয়ের সব টিকিট বিক্রি হয়ে যায়। দর্শকের চাহিদা থাকায় সিনেমা হল কর্তৃপক্ষ ৬.০৫ মিনিটে আর একটি শো রাখে। সেই শো-এর টিকিটও প্রায় শেষ।

মুম্বই-দিল্লির মতো মেট্রো সিটিতে ভোর ৬টা, ৪টে, ৫টায় ছবি দেখতে যাওয়া খুব সাধারণ ব্যাপার। কিন্তু গুজরাটের সুরাতের মত শহরে ভোর ৬টায় সিনেমা দেখতে সিনেমা হলে দর্শক আসছেন, খুবই অদ্ভুত বিষয়। তাও আবার দক্ষিণের ছবি। এই সব শহরে সাধারণত ৮ থেকে ৮.৩০ প্রথম শো হয়। কিন্তু ‘কেজিএফ ২’ ছবির চাহিদা তুঙ্গে। তাই সুরাতের শুধু এই একটি সিনেমা হল-ই নয়, অন্যান্য সিনেমা হলও দর্শকদের এই চাহিদা দেখে তাদের সিনেমা হলেও ভোর ৬টায় শো রেখেছে। সিঙ্গল, মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় সব সিনেমা হলে ভোর ৬টার শো আর তার সব টিকিট প্রায় শেষ। সিনেমার ইতিহাসে এই ঘটনা বিরল।

যশ ছাড়াও এই ছবিতে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডন। ছবির টিজার থেকেই এই ফ্র্যাঞ্চাইজ়ি ছবির প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। ট্রেলার দেখার পর সেই আগ্রহ কতটা বেড়েছে তা ছবির অগ্রিম বুকিং থেকেই পরিষ্কার। দক্ষিণের এই ছবির সঙ্গেই মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ ছবির। এই ছবিটিও দক্ষিণ ভারতের একই নামের ছবিরই রিমেক। একই দিনে দুটো ছবির মুক্তি নিয়ে মুম্বইতে সিনেমা হল পাওয়া নিয়ে শুরু হয় সমস্যা। অবশেষে এই রেষারেষির মধ্যে না গিয়ে শাহিদের ছবি ‘জার্সি’-র পরিচালক-প্রযোজক ঠিক করেন এক সপ্তাহ পিছিয়ে দেবেন ছবি মুক্তির তারিখ। অর্থাৎ ১৪ নয় জার্সি মুক্তি পাচ্ছে ২২ এপ্রিল। একটা দক্ষিণের ছবির জন্য বলিউডের ছবির এই পিছিয়ে যাওয়া হিন্দি ছবির জন্য খুব একটা ভাল খবর নয়, এটা ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়েছে। এমনকী বলিউডের বড় বড় ডিস্ট্রিবিউটাররা এখন দক্ষিণের ছবির দিকেই ঝুঁকছেন। কোভিডের ফলে সিনেমা ব্যবসা যে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, তার হাত থেকে বাঁচতে সকলে দক্ষিণেই বাজি রাখছেন। এর আগে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’, ‘আরআরআর’ ছবির ব্যবসা সেই দিকেই ইঙ্গিত করছে।

আরও পড়ুন- Raveena Tandon: ভারতীয় সিনেমা শক্তিশালী হচ্ছে, হঠাৎ কেন বলছেন রবিনা?