সিনেমার পাশে থাকতে বুক করা হল গোটা অডিটোরিয়াম
বেহাল দশা সিনেমা হলের। ভিড় করছেন না মানুষজন।
বেহাল দশা সিনেমা হলের। ভিড় করছেন না মানুষজন। একে করোনায় ভয়, তাকে সঙ্গত দিচ্ছে লকডাউন পরবর্তী আর্থিক সঙ্কট। এখানেই শেষ নয়, সিনেমা হলে প্রত্যেক ব্যক্তির মাঝে একটা করে সিট ছেড়ে বসার নয়া নিয়মে (দুই ব্যক্তি একই পরিবারের হলেও) খুশি নয় আমজনতা। মাশুল গুণতে হচ্ছে, হল মালিক, ডিস্ট্রিবিউটার, এক্সিবিটরদের। এ বার তাঁদেরই পাশে থাকার বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল সারেগামা ইন্ডিয়া’র অন্যতম শাখা ইউড়লি ফিল্মস। ‘পাশে আছি’ বার্তা দিতে ইউড়লি ফিল্মসের তরফে বুক করা হল গোটা অডিটোরিয়াম। দেখান হল দক্ষিণ কোরিয়ার জম্বি থ্রিলার ‘পেনিনসুলা’। বিদেশে এই ছবি আগেই মুক্তি পেলেও ভারতে মুক্তি পেয়েছে সম্প্রতি।
এ প্রসঙ্গে ওই সংস্থার কার্যনির্বাহী সভাপতি সিদ্ধার্থ কুমার আনন্দ বলেন, “প্যান্ডামিক শেখাল ইন্ডাস্ট্রিকে আবার সচল করতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াটাই আসল। নিউ নরম্যালে যত দ্রুত সম্ভব নিজেকে অভ্যস্ত করার অন্যতম পন্থা হল সিনেমা হলে গিয়ে আবারও সিনেমা দেখা। আশা করছি আমাদের এই পাশে থাকার বার্তা আরও মানুষকে সিনেম হলে টেনে আনতে উদ্বুদ্ধ করবে। ”
আরও পড়ুন- যেতে হবে না পার্লার, বাড়িতেই এই পাঁচটি উপায়ে সারিয়ে নিন পা ফাটার সমস্যা
করোনা আবহে এ বছরের মার্চ মাসের শেষের দিকে দেশজুড়ে বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল। মাস দুয়েক আগে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ গাইডলাইন মেনে সিনেমা হল আবার খোলে। কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয় মাত্র ৫০ শতাংশ আসন নিয়ে খুলবে সিনেমা হল। কিন্তু হল খুললেও ভিড় দেখা যাচ্ছে না সিনেমা হলগুলিতে। ইউড়লি ফিল্মসের এই উদ্যোগ কি হলমুখো করবে দর্শকদের? বলবে সময়।