AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইউভানের তিন মাসের জন্মদিন, আবেগে ভাসলেন রাজ-শুভশ্রী

এই নতুন জার্নিতে প্রতিদিনই নতুন কিছু শিখছেন তাঁরা। কখনও তা আবার সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেন।

ইউভানের তিন মাসের জন্মদিন, আবেগে ভাসলেন রাজ-শুভশ্রী
ছেলের সঙ্গে দম্পতি। ছবি; ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Updated on: Dec 12, 2020 | 10:22 AM
Share

তিন মাস। মাত্র তিন মাসে বদলে গিয়েছে রাজ (Raj Chakrabarty)-শুভশ্রীর (Subhashree) জীবন। কারণ ঠিক তিন মাস আগে প্রথম সন্তান ইউভানের (yuvaan) জন্ম হয়েছে। আজ ইউভানের তিন মাসের জন্মদিন। একই সঙ্গে দম্পতিরও বাবা-মা হওয়ার বয়স পেরলো তিন মাস।

মিডিয়ায় তুমুল অ্যাকটিভ এই জুটি। শনিবার সকালেই তাই শুভশ্রী এবং ইউভানের একটি ছবি শেয়ার করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘দ্য অ্যাপেলস অব মাই আইস’। এরপর তিনি শুভশ্রীকে ট্যাগ করে লেখেন, ‘হ্যাপি থ্রি মান্থস অব মাদারহুড’। এই নতুন জার্নিতে প্রতিদিনই নতুন কিছু শিখছেন তাঁরা। কখনও তা আবার সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ারও করে নেন।

আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি

সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন রাজ এবং শুভশ্রী। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ইউভান। রাজ এবং শুভশ্রী দু’জনেই ছেলের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ইউভানের জনপ্রিয়তা এতটাই যে তার নামে প্রথমে ফেক সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। যা প্রকাশ্যে বন্ধ করার আর্জি জানিয়েছিলেন স্বয়ং রাজ। পরে অবশ্য ইউভানের নামে আলাদা করে পেজ তৈরি হয়েছে।

ইউভানের জন্মের ঠিক আগে ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন দম্পতি। রাজ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। হারিয়েছেন তাঁর বাবাকেও। সে সময় একা হাতে সব সামলেছিলেন শুভশ্রী।

আপাতত তাঁদের সুখের সময়। ছেলে এখন তাঁদের কাছে প্রায়োরিটি। একইসঙ্গে আনলক পর্বে ধীরে ধীরে কাজেও ফিরছেন তাঁরা। ছেলের জন্মের পর নিজেকে টোনড রাখতে ফের জিমে ফিরেছেন শুভশ্রী। তবে কবে ফের ফ্লোরে ফিরবেন, সে বিষয়ে এখনই কোনও আভাস দেননি। অন্যদিকে অতিমারির পরিস্থিতির কারণেই নতুন ছবি শুরু করছেন না রাজ। তবে তাঁর জমে থাকা কাজ শেষ করে নিচ্ছেন দ্রুত।

আরও পড়ুন, আড্ডা দিতে চান রাজ চক্রবর্তী, কাদের সঙ্গে জানালেন প্রকাশ্যেই