AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Silent Heart Attack: হার্ট অ্যাটাক হয়ে গেল অথচ বুঝতেও পারলেন না, কীভাবে চিনবেন ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-র লক্ষণ?

Symptoms of Heart Attack: মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই অবস্থায় হার্ট ঠিকমতো অক্সিজেন পায় না। এর জেরেই হৃদরোগের ঝুঁকি বাড়ে। করোনারি আর্টা‌রির মাধ্যমে হৃদপিণ্ডে রক্ত পৌঁছায়। এবার যদি আপনার করোনারি ধমনিতে রক্ত জমাট বাঁধতে তখন হার্টে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না। তখন ঘটে সাইলেন্ট হার্ট অ্যাটাক।

Silent Heart Attack: হার্ট অ্যাটাক হয়ে গেল অথচ বুঝতেও পারলেন না, কীভাবে চিনবেন 'সাইলেন্ট হার্ট অ্যাটাক'-র লক্ষণ?
| Updated on: May 10, 2024 | 10:45 AM
Share

গত কয়েক বছর ধরে কমবয়সিদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়েছে। নেপথ্যে দায়ী অস্বাস্থ্যকর লাইফস্টাইল। তবে, অনেক সময় এমনও হয় হার্ট অ্যাটাক হয়ে গেল, অথচ আপনি টের পেলেন না। এমন অনেক হৃদরোগ রয়েছে, তা জানান দিয়ে আসে না। এমনই একটি রোগ হল ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’। হার্ট অ্যাটাকের অনেক লক্ষণ রয়েছে। কিন্তু ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-এর সেরকম কোনও লক্ষণ নেই। একে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে।

মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই অবস্থায় হার্ট ঠিকমতো অক্সিজেন পায় না। এর জেরেই হৃদরোগের ঝুঁকি বাড়ে। করোনারি আর্টা‌রির মাধ্যমে হৃদপিণ্ডে রক্ত পৌঁছায়। এবার যদি আপনার করোনারি ধমনিতে রক্ত জমাট বাঁধতে তখন হার্টে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না। তখন ঘটে সাইলেন্ট হার্ট অ্যাটাক।

অত্যধিক কায়িক পরিশ্রমের পর কিংবা হঠাৎ করে শারীরিক পরিশ্রমের পরিমাণ বেড়ে গেলে সাইলেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। আবার অত্যধিক পরিমাণে মানসিক চাপ থাকলেও আপনি সাইলেন্ট হার্ট অ্যাটাকের শিকার করতে পারেন। এছাড়াও উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, ওবেসিটি, উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকলেও আপনি সাইলেন্ট হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন। তবে, সাইলেন্ট হার্ট অ্যাটাকেরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেগুলো দেখে বুঝতে পারবেন আপনি হৃদরোগের আক্রান্ত।

১) অত্যধিক ক্লান্তি সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ। এমনকি বিশ্রাম নেওয়ার পরও ক্লান্তি যায় না।

২) সাইলেন্ট হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে আপনি বুকে অস্বস্তি অনুভব করবেন। খুব বেশি না হলে বুকে হালকা ব্যথা ও চাপ অনুবব করবেন। এছাড়া বদহজমের মতো বুক জ্বালা বা বুকের পেশিতে ব্যথা অনুভব করবেন।

৩) শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বিশেষত শারীরিক পরিশ্রম করার সময় নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। কিংবা কায়িক পরিশ্রম করার সময় হাঁপিয়ে যাওয়ার মতো উপসর্গ সাইলেন্ট হার্ট অ্যাটাকের হতে পারে।

৪) বমি বমি ভাব, পেটের যন্ত্রণা, বদহজম বা গ্যাস-অম্বলের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সেটা অ্যাসিডিটি ভেবে উড়িয়ে দেবেন না। এটাও সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

৫) বুকের পাশাপাশি ঘাড়, হাত, পিঠ, কোমর, থুতনি বা পেটে অস্বস্তি অনুভব করতে পারেন। ব্যথা বা চাপও অনুভব করতে পারেন। এটাও সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ। এমন কোনও লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।