Diabetes Symptoms On Skin: ডায়াবেটিসের সরাসরি প্রভাব পড়ে ত্বকের উপরও, কী ক্ষতি হচ্ছে সাধের চামড়ার? জানুন
Diabetes Effects: ডায়াবেটিসের শিকার হলে ঘনঘন ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। বিশেষ করে চোখের পাতায়, নখে এই ধরনের সংক্রমণ বেশি দেখা যায়। ত্বকে হলুদ, লাল কিংবা বাদামী পুরু দাগ দেখা দেয়। ছোট বাম্পের থেকে ক্রমে এগুলি বড় দাগে পরিণত হয়।
বর্তমানে যেসব শারীরিক সমস্য়া মাথা চাড়া দিয়ে উঠেছে ডায়াবেটিস (Diabetes) তার মধ্যে অন্যতম। যতদিন যাচ্ছে ভয়াবহ আকার ধারণ করছে এই রোগ। অল্প বয়সেও মানুষের শরীরে থাবা বসাচ্ছে ডায়াবেটিস। সমীক্ষা বলছে আর কিছু বছর পর প্রতি তিন জন মানুষের মধ্যে একজন শিকার হবেন এই ক্রনিক রোগের। কিডনি (Kidney), হার্টের (Heart) পাশাপাশি ত্বকেও ডায়াবেটিসের সরাসরি প্রভাব পড়ে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু তাই-ই নয় ত্বকের কিছু পরিবর্তন জানান দেবে শরীরে বাসা বেঁধেছে কি না এই রোগ। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক।
ডায়াবেটিসের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয় রক্তনালী ও স্নায়ু। যার ফলে বাধাপ্রাপ্ত হতে পারে স্বাভাবিক রক্ত সঞ্চালন। আর এর ফলে ত্বকের কোলাজেন উৎপাদন বিঘ্নিত হয়। যার জেরে ত্বকের ধরনে পরিবর্তন আসে ও ক্ষত সারতেও দীর্ঘ সময় নেয়। এছাড়াও ত্বকে হলদে ভাব ও প্রদাহের বিষয়গুলি তো আছেই। ত্বকের উপর ডায়াবেটিসের প্রকোপের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যা আলোচনার প্রয়োজন।
ব্যাকটেরিয়াল সংক্রমণ: ডায়াবেটিসের শিকার হলে ঘনঘন ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। বিশেষ করে চোখের পাতায়, নখে এই ধরনের সংক্রমণ বেশি দেখা যায়।
নেকরোবায়োসিস লিপোইডিকা: ত্বকে হলুদ, লাল কিংবা বাদামী পুরু দাগ দেখা দেয়। ছোট বাম্পের থেকে ক্রমে এগুলি বড় দাগে পরিণত হয়। এই সমস্যার পোশাকি নাম নেকরোবায়োসিস লিপোইডিকা।
ত্বকে বেগুনী প্রভাব: ত্বকের ভাজ যুক্ত জায়গায় মোটা কালো বা বেগুনী দাগকে সাধারণ হিসেবে নিলে বিপদ। কারণ শরীরে ডায়াবেটিস বাসা বাঁধলে এই ধরনের দাগ দেখা দেয়।
ত্বকের উপর ফোস্কা: হাতে,পায়ে, আঙুলের ফাঁকে ফোসকার মতো সমস্য়া দেখা দেয়। ডায়াবেটিসের কারণে এগুলি হয়।
ত্বকের শুষ্কতা: ডায়াবেটিসের প্রভাবে ত্বকে শুষ্কতা দেখা দেয়। সেই সঙ্গেই চুলকানির সমস্য়াও দেখা দিতে পারে।
ডায়াবেটিক ডারমোপ্যাথি: শরীরে এক ধরনের ঘা দেখা দেয়। যা অত্যন্ত ছোট আকারের হয়ে থাকে। মূলত দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার প্রভাবে এই ধরনের ঘা হয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।