Dengue D2 Variation: ডেঙ্গুর সবথেকে ভয়ঙ্কর ভ্যারিয়েন্টের থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন…

এই মুহূর্তে নিজেকে সুস্থ রাখা খুবই দরকার। কারণ, যদি আপনার ইনমিউনিটি কোনও ভাবে বিঘ্নিত হয় তাহলে ডেঙ্গুর পাশাপাশি করোনা হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

Dengue D2 Variation: ডেঙ্গুর সবথেকে ভয়ঙ্কর ভ্যারিয়েন্টের থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন...
উত্তর ২৪ পরগনায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 1:44 PM

ভারত এখনও কোভিডের প্যান্ডেমিক থেকেই পুরোপুরি সেরে উঠতে পারেনি। এই অবস্থায় দেশ জুড়ে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। দেশের ১১ টি রাজ্যে দেখা গেছে ডেঙ্গুর মারাত্মক সংক্রমণ। বিভিন্ন প্রতিবেদনে এমনও বলা হয়েছে, দেশের সব রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। 

জুলাই পর্যন্ত, রিপোর্ট বলছে যে দেশে ১৪,০০০-এরও  বেশি ডেঙ্গু রোগীর খোঁজ পাওয়া গেছে। চারজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। যদিও, সেক্ষেত্রে একটি ঢেউ দেখা যেতে পারে। দিল্লিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বিগত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। ইউপিতে এখনও পর্যন্ত ৬,০০০-  এরও বেশি মামলা রেকর্ড করেছে। এমনকি পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা এবং পঞ্জাবের মতো রাজ্যেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে।

সাবধানতা:

ডেঙ্গুর D2 ভ্যারিয়েন্ট অন্যান্য রূপের চেয়ে বেশি বিপজ্জনক। অতএব, আপনাকে অবশ্যই সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে একটি তালিকা দেওয়া হল, এগুলো মেনে চলা উচিত:

  • জমে থাকা জল থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।
  • এমন পোশাক পরুন যাতে আপনার হাত ও পা ভালভাবে ঢাকা থাকে। 
  • ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দিনের বেলা বেশি হয়। তাই, সেই সময় বেশি করে সতর্ক থাকুন।
  • বিশেষ করে দিনের বেলায় মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করা উচিত কারণ এই সময়ে ডেঙ্গু মশা সবচেয়ে বেশি সক্রিয় থাকে।

Dengue Prevention

উপসর্গ:

যেহেতু D2 ভ্যারিয়েন্ট অন্যান্য ডেঙ্গুর প্রকারের চেয়ে অনেক বিপজ্জনক সংস্করণ, তাই প্রাথমিক চিকিৎসা মৃত্যুর হার কমাতে পারে। এখানে কিছু লক্ষণের কথা বলা হয়েছে যেগুলি দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

  • খুব বেশি মাত্রায় জ্বলে
  • খাবারে স্বাদ না পাওয়া 
  • বমি
  • শরীরের জয়েন্টগুলিতে ব্যাথা

D2 ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে কী করবেন?

ডেঙ্গুর জ্বর বিপজ্জনক কারণ এটা ক্রমশ হেমোরেজিক জ্বরের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। আপনি যদি দ্বিতীয়বার ভাইরাসে আক্রান্ত হন তবে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। আপনি D2 ভ্যারিয়েন্টে সংক্রামিত হলে আপনাকে যা করতে হবে তা দেখে নিন:

  • বিশ্রাম নিন
  • জল বা অন্য কোন তরল পান করে হাইড্রেটেড থাকুন।
  • পেন কিলার বা কোনোরকম অ্যাসপিরিন গ্রহণ করবেন না।

এই পদ্ধতিগুলো মেনে চলুন আর শোয়ার সময় অবশ্যই মশারির ব্যবহার করুন। এই মুহূর্তে নিজেকে সুস্থ রাখা খুবই দরকার। কারণ, যদি আপনার ইনমিউনিটি কোনও ভাবে বিঘ্নিত হয় তাহলে ডেঙ্গুর পাশাপাশি করোনা হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

আরও পড়ুন: Benefits of Garlic: রসুন খাওয়ার স্বাস্থ্যকর উপকারিতা অনেক, ওজন কমানোর ক্ষেত্রেও বিশেষ কার্যকর এই রসুন…

আরও পড়ুন: Health Benefits of Ghee: প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন ঘি? জানুন এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে!