Bad Habits: অবিবাহিত পুরুষদের বিছানায় বসার আগে ১০ বার ভাবুন! কারণ…
Bad Hygiene: নিয়মিত ভাবে বিছানার চাদর পরিষ্কার না করলে সেখান থেকে নানা রকম সংক্রমণের সম্ভাবনা থেকে যায়
ছেলেদের আজব সব অভ্যাস থাকে। স্নান করে ভেজা তোয়ালে বিছানায় রাখা, মোজা খুলে অন্যদিকে ছুঁড়ে ফেলা এসব অভ্যাস ছেলেদের চিরকালীন। যাঁরা হোস্টেল, মেসে থাকেন তাঁদের এক একজনের তো আরও প্রতিভা। স্নান না করা, দাঁত না মাজা, দিনের পর দিন একই জামা পরা, একটা জিন্সে ২ মাস কাটানো এমন আজব প্রতিভা একমাত্র ছেলেদেরই থাকে। শুধুমাত্র আমাদের দেশে নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে আছেন এমন প্রতিভাধরেরা। যুক্তরাজ্যে গত এপ্রিল মনাসে ২,২৫০ জন প্রাপ্ত বয়স্কের উপর একটি সমীক্ষা চালানো হয়। বলাই বাহুল্য এঁরা সকলেই অবিবাহিত পুরুষ। আর সেই সমীক্ষা থেকে উঠে এসেছে অর্ধেকের বেশি ব্যাচেলর পুরুষেরা তাঁদের বিছানার চাদর চার মাসে একবার কাচেন। ১২ শতাংশ এরকম কথাও জানিয়েছেন যে, চার মাসেও নয় যখন মনে পড়ে তখনই তাঁরা বিছানার চাদর পরিবর্তন করেন। অবিবাহিত মহিলাদের মধ্যে ৬২ শতাংশ দু সপ্তাহ অন্তর বিছানার চাদর পরিবর্তন করেন। বাকিরা প্রতি সপ্তাহে।
তবে বিয়ে করলে ছেলেরা বদলে যায়। বউয়র গুঁতোয় তখন তাঁদের প্রতি সপ্তাহেই বেডশি়ট বদলাতে হয়। নইলে বেডশিটের একদিকে পড়ে থাকে সিগারেটের ছাই তো অন্যদিকে চায়ের কাপ। খাবার খেয়ে প্যাকেটও পড়ে থাকে খাটের উপরেই। ৪৫ শতাংশ পুরুষ অবশ্য দাবি করেছেন যাই হয়ে যাক না কেন চার মাস অন্তর তাঁরা চাদর কাচেনই।
চর্ম বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকার প্রাথমিক শর্তই হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বিছানার চাদর ময়লা থাকলে সেখান থেকে একাধিক চর্মরোগ হতে পারে। আর তাই প্রাথমিক শর্ত হল বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।