শহরে শীত এখনও জাঁকিয়ে না বসলেও, ঋতু পরিবর্তনে হাজার একটা রোগ ইতিমধ্যেই দেখা দিয়েছে। প্রতিটি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নানা ধরনের সংক্রমণ শরীরের মধ্যে বাসা বাঁধে। শীতের শুরুকেই যেমন জ্বর-সর্দি-কাশির উপসর্গ দেখা যায়, তেমনি এই ঋতুতে সংক্রমণের লক্ষণগুলিও ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আর ঠান্ডা থেকে যে সংক্রমণটি সবার আগে দেখা দেয়, তা হল গলার সমস্যা।
সামান্য ঠান্ডা লাগলতেই সবার আগে ভাইরাস বাসা বাঁধে গলায়। গলা জ্বালা থেকে শুরু করে গলা ব্যথা নানা উপসর্গ দেখা দেয়। অনেকের ক্ষেত্রে এই সমস্যা কয়েক দিনের মধ্যে দূর হয়ে যায়। কিন্তু তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম, এই গলা সমস্যা সংক্রমণে গিয়ে পরিণত হয়। আর যখন গলার সংক্রমণ দেখা দেয়, তখন খাবার খাওয়া থেকে শুরু কথা বলা, সব কিছুতেই যন্ত্রণা ভোগ করতে হয়। তখন অ্যান্টিবায়োটিক ছাড়া কোনও ওষুধই কাজে আসে না। তাই এই রোগ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর আগেই কীভাবে সর্তকতা অবলম্বন করা যায় সেই বিষয়ে জেনে নিন।
গলার সংক্রমণের উপসর্গ-
গলার সংক্রমণ থেকে রেহাই পাওয়ার ঘরোয়া উপায়-
আরও পড়ুন: শীতকালে অ্যালার্জি থেকে মুক্তি চান? মাথায় রাখুন এই ৫ জরুরি টিপস
আরও পড়ুন: শীতকালে সংক্রমণকে ‘গুডবাই’ জানাতে ঘরোয়া প্রতিকারই যথেষ্ট! রইল কিছু জরুরি টিপস
আরও পড়ুন: বিকেলের জলখাবারে যোগ করুন কুমড়োর দানাকে! ফল পাবেন হাতে-নাতে