Plastic ill effects: প্লাস্টিকের বাসনে খাবার গরম, প্লাস্টিকের বোতলে জল পান; ধেয়ে আসছে ভয়ানক বিপদ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 01, 2021 | 4:59 PM

বিজ্ঞানীরা বলছেন, খাওয়াদাওয়ার সময় প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করলে তার ছোট ছোট পার্টিক্যাল সরাসরি ঢুকে যেতে পারে আপনার শরীরে। ভয়ানক বিপদ ঘটাতে পারে।

Plastic ill effects: প্লাস্টিকের বাসনে খাবার গরম, প্লাস্টিকের বোতলে জল পান; ধেয়ে আসছে ভয়ানক বিপদ
প্রতীকী ছবি

Follow Us

আপনি কি অফিসে প্লাস্টিকের টিফিন বাক্সে খাবার নিয়ে যান? তারপর কি সেই টিফিন বাক্স বেশি তাপমাত্রায় অনেকক্ষণ মাইক্রোওয়েভে ঢুকিয়ে খাবার গরম করেন? আপনি কি প্লাস্টিক মিনারেল ওয়াটারের বোতলে জল পান করেন? এই প্রশ্নগুলো উঠছে কারণ, সামনেই আপনার বিপদ। দৈনন্দিন জীবনে এত প্লাস্টিকের ব্যবহার থাকলে গুরুতর রোগ তৈরি হতে পারে আপনার শরীরে। তেমনটাই মনে করে বিজ্ঞানী মহল।

বিজ্ঞানীরা  বলছেন, এইভাবে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করলে প্লাস্টিকের ছোট ছোট পার্টিক্যাল সরাসরি ঢুকে যেতে পারে আপনার শরীরে। পেটে গিয়ে আটকে যেতে পারে সেখানেই। হজম হয় না। যেহেতু কোনওভাবেই প্লাস্টিককে ধ্বংস করা যায় না, তাই পেটের মধ্যে গিয়ে স্তর তৈরি করে। রক্তে ও শরীরের অন্যান্য তরলে ভাসতে পারে। অন্যান্য যন্ত্রে ঢুকে যেতে পারে অনায়াসেই। আর সেটা হতে পারে, যদি আপনি নিয়মিত প্লাস্টিকের বাসনে খাবার গরম করেন ও নিম্নমানের মিনারেল জলের বোতল বারবার ব্যবহার করেন। 

কী কী সমস্যা তৈরি হতে পারে শরীরে?

বিজ্ঞানীরা বলছেন, প্রাপ্ত বয়স্কদের প্রস্রাবে বিপিএ-এর মাত্রা বাড়তে পারে। অনেক রকম হৃদরোগে ভুগতে পারেন। টাইপ টু ডায়াবিটিজ হতে পারে আপনার। এছাড়াও, ওজন বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ওবিসিটির সমস্যা এত বেশি। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এস্ট্রোজেনের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। শরীরে ফ্যাটের সমস্যা বাড়তে পারে। এর ফলে ওজন কমতেও অনেকসময় হতে পারে। 

এর জন্য কী করবেন, কী করবেন না?

কিছু জিনিস মাথায় রেখে চলবেন। অফিসে টিফিন গরম করার সময় কাচের প্লেটে খাবার ঢেলে গরম করুন।  

মিনারেল ওয়াটারের বোতল ফের ব্যবহার করবেন না। ফেলে দিন ডাস্টবিনে। কাচের কিংবা তামার বোতম ব্যবহার করুন। বিপিএ-মুক্ত প্লাস্টিকের বোতলও ব্যবহার করতে পারেন। 

আরও পড়ুনBreakup Illness: ব্রেকআপের কারণে হতে পারে হার্ট অ্যাটাক; ড্রাগের নেশা ছাড়ার মতোই যন্ত্রণা হয় প্রেম ভাঙলে!

৮ ঘণ্টা ঘুমিয়েও ক্লান্তি কাটছে না? এর কারণ হতে পারে স্বপ্ন

Next Article