Breakup Illness: ব্রেকআপের কারণে হতে পারে হার্ট অ্যাটাক; ড্রাগের নেশা ছাড়ার মতোই যন্ত্রণা হয় প্রেম ভাঙলে!
বিশেষজ্ঞরা ড্রাগের নেশার সঙ্গে মিলিয়েছেন ব্রেকআপকে। দীর্ঘদিন ড্রাগ নেওয়া ব্যক্তিকে যদি হঠাৎ ড্রাগ থেকে দূরে সরিয়ে রাখা হয়, শরীর সেই পরিস্থিতির সঙ্গে তৎক্ষণাৎ মানিয়ে নিতে পারেন না। একই বিষয় ঘটে প্রেম ভাঙার পর। মানুষ ছটফট করতে থাকেন। তাঁর সারাশরীর জ্বলতে থাকে। সারাক্ষণ অস্থির লাগে।
অনেক বছর আগে প্রেম ভাঙার যন্ত্রণা নিয়ে আস্ত একটি উপন্যাস রচনা করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই ‘দেবদাস’-এর ব্যথিত হৃদয়ের হাহাকার আজও পাঠক-পাঠিকাদের মন তোলপাড় করে দেয়। উপন্যাসকে নিয়ে ছবিও তৈরি হয়েছে একাধিকবার। দিলীপ কুমার থেকে শাহরুখ খান – দেবদাসের চরিত্রে অভিনয় করে ছাপ রেখেছেন তাবড়-তাবড় অভিনেতা। সত্যি বলতে কী, কাউকে মন দিয়ে ভালবাসলে ছাড়াছাড়ির পর যন্ত্রণা হয় খুব। অনেকে মানুষ হিসেবেও পালটে যান পুরোপুরি। মনের সঙ্গে শরীরেরও ক্ষতি হয়। কী কী সেই ক্ষতি –
১. বুকে ব্যাথা শুরু হতে পারেন। হৃদযন্ত্র দুর্বল হতে পারে।
২. নেশা করার প্রবণতা বাড়তে পারে। ঠিক যেমনটা শরৎচন্দ্র বর্ণনা করেছিলেন তাঁর ‘দেবদাস’ উপন্যাসে। পার্বতীকে ভুলতে না পেরে মদ্যপানের নেশায় ডুবে লিভারের সমস্যায় প্রাণ ত্যাগ করেছিল প্রেমিক দেবদাস।
৩. ব্রেকআপে কর্টিসোল স্ট্রেস হরমোন নির্গত হয়। অ্যাড্রিনালিন রাশ হয় খুব। যার কারণে ত্বক ও পেশির ক্ষতি হয়। ফলে ব্রেকআপের পর কিছু মানুষের চেহারার জেল্লা হারিয়ে যায়।
প্রেম ভেঙে গেলে কারও কারও খাওয়াদাওয়ার সমস্যা শুরু হয়। ঘুমের বারোটা বাজে। বিশেষজ্ঞরা বলেন, স্ট্রেস হরমোনের অতিরিক্ত নিঃসরণের কারণে মারাত্মক ক্ষতি হয় শরীরের। ত্বকের ক্ষতি তো আছেই। অনেকের ওজন বেড়ে যায়। হজমশক্তি নষ্ট হয়। হার্ট অ্যাটাক হতে পারে।
বিশেষজ্ঞরা ড্রাগের নেশার সঙ্গে মিলিয়েছেন ব্রেকআপকে। দীর্ঘদিন ড্রাগ নেওয়া ব্যক্তিকে যদি হঠাৎ ড্রাগ থেকে দূরে সরিয়ে রাখা হয়, শরীর সেই পরিস্থিতির সঙ্গে তৎক্ষণাৎ মানিয়ে নিতে পারেন না। একই বিষয় ঘটে প্রেম ভাঙার পর। মানুষ ছটফট করতে থাকেন। তাঁর সারাশরীর জ্বলতে থাকে। সারাক্ষণ অস্থির লাগে।
এটা হতেই পারে, আপনার কারওর সঙ্গে সম্পর্কে থাকা আর সম্ভব হচ্ছে না। জোর করে তো কোনও কিছু টিকিয়ে রাখা যায় না। ফলত, ব্রেকআপের সময় অপর ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হওয়ারই বাঞ্ছনীয়। অযথা কাউকে কষ্ট দিয়ে ছেড়ে চলে যাবেন না। এতে আপনি হয়তো ভাল থাকবেন, কিন্তু অপরদিকের মানুষটির চূড়ান্ত ক্ষতি হতে পারে।
আরও পড়ুন: ৮ ঘণ্টা ঘুমিয়েও ক্লান্তি কাটছে না? এর কারণ হতে পারে স্বপ্ন