AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salivation: বাচ্চাদের মুখ থেকে অতিরিক্ত লালা পড়া ভাল না খারাপ?

Salivation: শিশুরা সহজেই ঠান্ডা–সর্দিতে আক্রান্ত হয়। এ সময় নাক দিয়ে জল পড়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, অ্যালার্জি, অতিরিক্ত লালা নিঃসরণ স্বাভাবিক বিষয় হতে পারে।

Salivation: বাচ্চাদের মুখ থেকে অতিরিক্ত লালা পড়া ভাল না খারাপ?
| Updated on: Mar 03, 2025 | 5:35 PM
Share

লালা বা থুতু নিঃসরণ আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একদিকে যেমন খাবার সময় তা সহজে চিবিয়ে গিলে ফেলতে সাহায্য করে অন্য দিকে তেমন মুখের স্বাস্থ্যকে ভাল রাখে নেই লালা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে লালা নিঃসরণ আরও স্বাভাবিক বিষয়। তবে কিছু ক্ষেত্রে বিষয়টা অতটাও সহজ থাকে না। বরং খাওয়া, ঘুমোনো বাবা অনান্য নানা সময়ে সর্বক্ষণ ঝড়তে থাকে লালা।

কেন এমন হয়? এটা হওয়া কি স্বাভাবিক? শিশুদের মাত্রাতিরিক্ত লালা নিঃসরণ কখন হয় জানেন?

কেন হয় লালা নিঃসরণ?

১। শিশুদের সাধারণত ছ’মাস বয়সের পর দাঁত ওঠা শুরু হয়। তখন তারা হাতের কাছে যা পায়, তাই কামড়াতে চায়। এ সময় সুরসুর করা বা এক ধরনের অস্বস্তি অনুভব হওয়াটা স্বাভাবিক। জ্বরও আসতে পারে। এই সময়ে অতিরিক্ত লালা নিঃসরণও হয়ে থাকে।

২। শিশুরা সহজেই ঠান্ডা–সর্দিতে আক্রান্ত হয়। এ সময় নাক দিয়ে জল পড়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, অ্যালার্জি, অতিরিক্ত লালা নিঃসরণ স্বাভাবিক বিষয় হতে পারে।

৩। স্নায়ুর সমস্যা বিশেষ করে ফেসিয়াল নার্ভ, সেরিব্রাল পালসি, ট্রাইজেমিনাল নার্ভের সমস্যা হলে অতিরিক্ত লালা ক্ষরণ হতে পারে।

৪। মুখের মধ্যে কোনো ক্ষত, সাইনাস বা টনসিলে প্রদাহসহ কিছু সংক্রমণ থেকেও অতিরিক্ত লালা পড়ার সমস্যা দেখা যায়। লোভনীয় বা টকজাতীয় খাবার খেলেও লালা বেশি পড়ে।

৫। জিভের অস্বাভাবিকতা, ঠোঁট বন্ধ না হওয়া, বদভ্যাস, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, গ্যাস্ট্রিকের সমস্যা, দাঁতের নতুন ফিলিং করানো, এলোমেলো ও ফাঁকা দাঁতের কারণেও লালা পড়তে পারে।

এই রকম ঘটলে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক কারণ খুঁজে বের করে প্রয়োজনীয়। অতিরিক্ত লালা নিঃসরণ হয় এমন খাবার থেকে দূরে থাকুন। মুখের পরিচর্যায় কোনো অবহেলা নয়। নরম টুথব্রাশ দিয়ে দাঁত মাজা ও ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে।