AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাঁত মাজার পরও দুর্গন্ধ বের হচ্ছে? ব্রাশ করার সময় কোন ভুলগুলি করছেন, জানুন

করোনা অতিমারির সময় মুখের অভ্যন্তরের স্বাস্থ্য সঠিক রাখার জন্য আরও সচেতন ও সতর্ক হওয়া দরকার। দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি অনেকেই জানেন না।

দাঁত মাজার পরও দুর্গন্ধ বের হচ্ছে? ব্রাশ করার সময় কোন ভুলগুলি করছেন, জানুন
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 10:01 AM
Share

সুস্থ শরীরের পাশাপাশি স্বাস্থ্যকর দাঁতের সুরক্ষারও প্রয়োজন। ওরাল বা মুখের অভ্যন্তরের স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত আবশ্যিক। মৌখিক স্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষজ্ঞরা কয়েকটি নির্দেশিকা দিয়েছেন। করোনা অতিমারির সময় মুখের অভ্যন্তরের স্বাস্থ্য সঠিক রাখার জন্য আরও সচেতন ও সতর্ক হওয়া দরকার। দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি অনেকেই জানেন না। অনেকেই বিশ্বাস করেন, সকালে উঠে মুখের ভিতর দুর্গন্ধ ও দাঁত পরিস্কার করার জন্যই দাঁত মাজা হয়। কিন্তু দৈনন্দিন জীবনযাত্রায় দাঁতের সবদিক খেয়াল রাখার জন্য ঘুম থেকে উঠেই আমরা এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকি। দিনের শুরুটাই যাতে সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে থাকে, তার জন্য দাঁত ব্রাশ করার কয়েকটি সঠিক নিয়ম পালন করুন।

দাঁত ব্রাশ করার গুরুত্বপূ্র্ণ ধাপগুলি দেখে নিন একঝলকে…

– ব্রাশ সর্বদা ৪৫ ডিগ্রি কোণে ধরে রাখতে হবে

– দাঁতের বাইরের দিক দিয়ে প্রথম শুরু করুন. তারপর উপর ও নিচে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন।

– দাঁতের ভিতরের দিকে পরিস্কারও করতে হবে। উপর ও নিচে গিয়ে ব্রাশ করুন। দাঁতের কোন অংশই যেন মিস না হয়, তা খেয়াল রাখুন।

– দাঁতের যে অংশ দিয়ে চিবানো হয়, সেই অংশে বিশেষ যত্ন নিয় ব্রাশ করুন।

– জিবের উপরিভাগ ও মাড়ি পরিস্কার করতে কখনও ভুলবেন না যেন।

– জল দিয়ে ভাল করে মুখের ভিতর ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: Work From Home: পিঠে-কোমড়ের ব্যাথা সারাতে চেয়ারে বসেই করুন এই ৩ স্ট্রেচ! উপকার মিলবেই