AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swollen Legs: হঠাৎ করেই পা ফুলছে! শরীরের কোন জটিল রোগের বিপদ সংকেত?

Health Tips: অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা থাকে। সেখান থেকেও পা ফুলে যায়

Swollen Legs: হঠাৎ করেই পা ফুলছে! শরীরের কোন জটিল রোগের বিপদ সংকেত?
জানুন পা ফোলার একাধিক কারণ
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 6:29 PM
Share

শরীরে এখন রোগের ছড়াছড়ি। যত দিন যাচ্ছে তত বেশি রোগ সমস্যা জাঁকিয়ে বসছে শরীরে। রোগের আর কোনও বয়স নেই। কম বয়স থেকেই ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টরলের মত সমস্যা জাঁকিয়ে বসছে শরীরে। সেই সঙ্গে হার্টের সমস্যা, লিভারের সমস্যাও আজকাল জন্ম থেকেই জাঁকিয়ে বসছে। বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী আমাদের জীবনযাত্রা।  খুব কম বয়স থেকেই বাচ্চাদের মধ্যে আসছে ওবেসিটির সমস্যা। অধিকাংশ বাচ্চাই বাড়ির কাবার খেতে চায় না, রোজকার ডায়েটে শাক-সবজির পরিমাণ থাকে কম। মাংস, ডিম ছাড়া মুখে কিছু তুলেই চায় না। শরীরচর্চাও করে না। যে কারণে ১০ বছর বয়সের বাচ্চাও আক্রান্ত ফ্যাটি লিভারে। আর বাচ্চার ফ্যাটি লিভার হয়েছে কিনা তা বোঝা যায় তার পা দেখেই। অধিকাংশ ক্ষেত্রে পা ফুলে যায়। এই পা ফুলে যাওয়া কিন্তু যে কোনও জটিল রোগের প্রাথমিক উপসর্গ। লিভারের সমস্যা হলে পা ফোলে, কিডনির সমস্যা হলে পা ফোলে আবার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে সেখান থেকেও এই সমস্যা দেখা দেয়। তবে এই পা ফুলে যাওয়াপ পেছনে একাধিক কারণ থাকে-

পা ফুলে যাওয়ার মুখ্য কারণ দুটি

এডিমা– পায়ের কোষে যখন ফ্লুইড জমা হয় তখন সেই অবস্থাকে ইডিমা বলা হয়। ইডিমার একাধিক কারণ থাকে। দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগলে বা একটানা কোথাও বসে কাজ করলে সেখান থেকেও হতে পারে এমন সমস্যা। আবার অতিরিক্ত ওজন বাড়লেও এই সমস্যা হতে পারে। নিয়মিত ভাবে শরীরচর্চা না করলে এই সমস্যা আরও বাড়ে। পায়ে ফ্লুইড জমা হওয়া মোটেও ভাল লক্ষণ নয়।

প্রদাহ- যদি কোনও কারণে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, কোনও টিস্যু ছিঁড়ে যায় বা পা মচকে যায়ট সেখান থেকেও হতে পারে এই সমস্যা। আর্থ্রাইটিস বা লিগামেন্ট ছিঁড়লে তখন সঙ্গে জ্বালা, ব্যথাও থাকে। কারণ ছাড়াই যদি পায়ে এই সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।

এছাড়াও আরও যে সব কারণ থাকে

থ্রম্বোফ্লেবিটিস: অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা থাকে। সেখান থেকেও পা ফুলে যায়। যদি পা ভেঙে গিয়ে শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যায় তাহলে কিন্তু সাবধান। এই জমা রক্ত যত দ্রুত সম্ভব শরীর থেকে বের করে দিতে হবে। নইলে মৃত্যুর আশঙ্কা থেকে যায়।

কনজেস্টিভ হার্ট ফেইলিওর: হার্ট দুর্বল হয়ে  গেলে শরীরের সর্বত্র রক্ত সঞ্চালন ব্যাহত হয়। কারণ হার্ট তখন শরীরের জন্য প্রয়োজনীয় রক্ত পাম্প করতে পারে না। দূষিত রক্ত জমা হতে থাকে শরীরে। যেখান থেকে পা-ফুলে যাওয়ার মত সমস্যা হয়। তবে এই সমস্যা হলে শুধুই পা ফুলে যায় না। সঙ্গে কাশি, দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্টের মত উপসর্গও থাকে।

কিডনির সমস্যা- কিডনি কাজ করা বন্ধ করে দিলে তখন পা ফুলে যায়। পায়ের পাতার রং হলদেটে হয়ে যায়। এছাড়াও কিডনির সমস্যা থাকলে এবং বাড়াবাড়ি হলে তখনই কিন্তু পায়ের পাতা ফুলতে শুরু করে। কিডনির রোগীদের ক্ষেত্রে পায়ের পাতা ফোলার আরও একটি উপসর্গ হল শরীরে অন্য সমস্যাও জটিল হয়েছে। একমাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই এই সমস্যা জোরদার হয়। এরকম হলে বুঝতে হবে বিষয়টি মাল্টি অর্গ্যান ফেলিওয়ের দিকে যাচ্ছে।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।