Vellore Medical Treatment Cost: ভেলোরে কেন এত কম টাকায় অসাধারণ ভাল চিকিৎসা হয়, জানেন?
Vellore Medical Treatment Cost: দেশের অনান্য জায়গার থেকে অনেক কম খরচে চিকিৎসা করানো সম্ভব এখানে। তবে প্রশ্ন হল কী ভাবে? ২০২১ সালে এই বিষয়ে সরব হয়েছিল খোদ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর।

আসলে এর পিছনে রয়েছে চ্যারিটেবল ট্রাস্ট। ভেলোর মানে মূলত খ্রিস্টান মেডিকেল কলেজ এবং এই ধরনের অনান্য আরও হাসপাতাল। তবে এগুলির মধ্যে বেশিরভাগ হাসপাতাল চ্যারিটেবল বা সেবামূলক ট্রাস্ট দ্বারা পরিলচালিত। তাদের বিষয়টি কলকাতা বা আর পাঁচটা রাজ্যের কর্পোরেট হাসপাতালের মতো নয় একেবারেই।
কলকাতায় বা অনান্য জায়গায় হাসপাতাল চালানোর খরচ অনেক বেশি। যেমন হাসপাতাল তৈরির সময় জমি কেনা থেকে শুরু করে বিল্ডিং তৈরি করতে হয়। বছর বছর সব রকম কর দিতে হয়। উন্নতমানের আধুনিক পরিষেবা গড়ে তোলার জন্য কোটি কোটি টাকা দামের যন্ত্রপাতি কিনতে হয়, ডাক্তারদের, নার্স, বা বাকি কর্মীদের বেতন দিতে হয়। অর্থাৎ এক কথায় বললে ‘জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ’ সব খরচ রয়েছে। তাই এত কিছু রক্ষণাবেক্ষণের খরচ তুলতে হয় রোগীদের থেকেই।
তবে ভেলোরের হাসপাতালগুলির ক্ষেত্রে বিষয়টি এমন নয়। তাদের এত খরচ করতে হয় না। সেখানকার হাসপাতালগুলি চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত। ফলে হাসপাতাল তৈরি থেকে উন্নতমানের যন্ত্রপাতি কেনা সব খরচ বহন করে ট্রাস্টগুলি। সব খরচ হয় চ্যারিটেবল মিশনারি ট্রাস্টের তহবিল থেকে। যেমন সিএমসি পরিচালিত হয় কেনেডিয়ান চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা। সেখানে রোগীরা চিকিৎসা করালে তাঁদের কেবল ওষুধের দাম, চিকিৎসক এবং নার্সদের খরচ আর দৈনন্দিন হসপিটাল চালাতে যা খরচ সেই টুকুই দিতে হয়। কিন্তু হাসপাতাল তৈরির কোনও খরচ লাগে না। তাই তাদের ওটি থেকে বেড ভাড়া সব কিছুর খরচ অনেক কম। কারণ এগুলি হাসপাতালকে নিজেদের কিনতে হয় না, মিশনারি ট্রাস্টের তহবিল থেকে তা কেনা হয়।
তবে অন্যদিকে কলকাতার বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে মাথায় রাখতে হয় আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্টের দিকটিও। অর্থাৎ হাসপাতাল প্রতিষ্ঠা করতে যে খরচ হয়েছে তা তোলার ব্যাপারটির দিকে নজর দিতে হয়। সঙ্গে নিয়মিত চিকিৎসা ব্যবস্থার আধুনিকরণের জন্য প্রয়োজনীয় খরচ, নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ, চিকিৎসক, নার্স ইত্যাদি সব খরচের কথাই মাথায় রাখা প্রয়োজন।
