Green Juice: সব রোগকে প্রতিরোধ করতে এই ‘সুপার হেলদি’ জুস দিয়েই শুরু করুন আপনার দিন!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 12, 2021 | 8:23 AM

রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। শরীর ও লিভারকে দুষিত থেকে রক্ষা করে ও লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।

Green Juice: সব রোগকে প্রতিরোধ করতে এই সুপার হেলদি জুস দিয়েই শুরু করুন আপনার দিন!
ছবিটি প্রতীকী

Follow Us

ঘুম থেকে উঠে সাধারণত দিন শুরু হয় গরম ধোঁয়া ওঠা চা বা কফির কাপে চুমুক দিয়ে। অনেকে গ্রিন টি বা লেবু-গরম জল দিয়ে দিন শুরু করেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চা-কফি-গ্রিন টি নয়, এক গ্লাস তাজা সবজির রস খেলে শরীর থাকবে সুস্থ ও ফিট। স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের বিকল্প হিসেবে এই সবুজ রঙের জুস কতটা উপকারী, তা বলার অপেক্ষা রাখে না। শরীরিক নানা সমস্যা থেকে মুক্তি তো পাবেনই, উপরুন্তু রোগ-প্রতিরোধ ক্ষমতাও উন্নত করতে সহায়তা করে।

সম্প্রতি ইন্সটাগ্রামে ডায়েটিশিয়ান মানসি পাদেচিয়া এই স্বাস্থ্যকর ও সুপার হেলদি গ্রিন জুজের উপকারিতা ও রেসিপি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, এই একটি স্বাস্থ্যকর সবুজ রস দিয়ে দিন শুরু করলে স্বাস্থ্য তো বটেই ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করার দুরন্ত উপায়।

কীভাবে বানাবেন এই সুপারহেলদি জুস

– লাউ, শসা, সেলেরি, মিন্ট পাতা- টুকরো করে কাটুন, লেবুর রস. জিরে গুঁড়ো, স্বাদমতো নুন।

পদ্ধতি

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডার জারের ব্লেন্ড করে নিন। একগ্লাস করে প্রতিদিন এই জুস খাওয়ার অভ্যেস করুন।

ভেজিটেবল জুসের উপকারিতা

– রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। শরীর ও লিভারকে দুষিত থেকে রক্ষা করে ও লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।

– ভিটামিন সমৃদ্ধ এই জুস চোখের দৃষ্টি ও সমস্যা প্রতিরোধ করে। ইমিউন সিস্টেমকে বাড়াতে সাহায্য করে।

– শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। লিভার থেকে পিত্ত ও চর্বি কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।

– এই উপকারী রস হজমতন্ত্রকে শক্তিশালী করে। শরীর থেকে বর্জ্য অপসারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পানীয় এটি।

 

আরও পড়ুন: Weight Loss: পুজোর আগে রোগা হতে চান? এই ৫ স্বাস্থ্যকর অ্য়ান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলেই দ্রুত ঝরবে মেদ!

 

আরও পড়ুন: Regular Exercise: নিয়মিত ব্যায়ামের জেরে ৬০ শতাংশ অবসাদ-উদ্বেগ হ্রাস পায়! জানাচ্ছে সমীক্ষা

Next Article