Surya Grahan 2022: ২৭ বছর পর দিওয়ালির সময় সূর্যগ্রহণ! রাশি-গ্রহ মিলে যাচ্ছে হুবহু, ফিরে আসতে পারে বিশ্বের সেই ভয়ংকর দিনগুলি

Diwali 2022: এবারেও কী সূর্যগ্রহণের প্রভাবে পাল্টে যেতে পারে সব সাজানো ঘুঁটি? নাকি রাশির পক্ষে এবারের সূর্যগ্রহণ অত্যন্ত শুভ হতে চলেছে?

Surya Grahan 2022: ২৭ বছর পর দিওয়ালির সময় সূর্যগ্রহণ! রাশি-গ্রহ মিলে যাচ্ছে হুবহু, ফিরে আসতে পারে বিশ্বের সেই ভয়ংকর দিনগুলি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2022 | 8:53 AM

জ্যোতিষমতে (Astrology), ২৭ বছর পর দীপাবলির (Diwali 2022) পরের দিন ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse)। আগামী ২৫ অক্টোবর সূর্যগ্রহণ হতে চলেছে। তবে আমরা যদি ইতিহাসের পাতা ওল্টাই তাহলে দেখা যাবে, আজ থেকে ঠিক ২৭ বছর আগে এই একই ধরণের ঘটনা ঘটেছিল। সেই সময়েও একই গ্রহের মিল ছিল। যার প্রভাব ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশেই ব্যাপকভাবে দেখা গিয়েছিল। এবারেও কী সূর্যগ্রহণের প্রভাবে পাল্টে যেতে পারে সব সাজানো ঘুঁটি? নাকি রাশির পক্ষে এবারের সূর্যগ্রহণ অত্যন্ত শুভ হতে চলেছে?

দীপাবলির পরের দিন সূর্যগ্রহণের কারণে এবারেও গোবর্ধন পুজো হবে দীপাবলির তিন দিন পর। ঠিক একই ঘটনা ২৭ বছর আগে ঘটেছিল।১৯৯৫ সালে, ২৩ অক্টোবর দিওয়ালির উত্‍সব ছিল , ২৪ অক্টোবর ছিল সূর্যগ্রহণ। এই বছর দীপাবলি পালিত হবে ২৪ অক্টোবর। সূর্যগ্রহণ হতে চলেছে ২৫ অক্টোবর। ১৯৯৫ সালেও তুলা রাশিতে সূর্যগ্রহণের প্রভাবে বিরল যোগ তৈরি হয়েছিল, তেমনি এবারেও একই যোগ তুলা রাশিতে হতে চলেছে।

গ্রহের অদ্ভূত সমন্বয়

১৯৯৫ সালে যখন সূর্যগ্রহণ হয়েছিল, সেই সময় তুলা রাশিকে একসঙ্গে চারটি গ্রহের অবস্থান ছিল। এ সময় রাহু, সূর্য, শুক্র, চন্দ্র তুলা রাশিতে ছিল। রাহু, সূর্য, শুক্র ও চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে সূর্যগ্রহণের সময়। তাছাড়া ২৭ বছর আগে শনি কুম্ভ রাশিতে বিরাজ করেছিলেন, তেমনি এবারেও শনি তার নিজের রাশি মকর রাশিতে থাকবে। এছাড়া বুধ গ্রহটি সেই সময় কন্য়া রাশির উপর ছিল, এবারেও একই অবস্থান রয়েছে।

সূর্যগ্রহণের প্রভাবে উপকৃত হবে কোন কোন রাশি

– কর্কট, সিংহ, ধনু।

কোন কোন রাশি ক্ষতিগ্রস্ত হবে

– বৃষ, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর রাশি।

মিশ্রপ্রভাব কোন কোন রাশির উপর পড়বে…

– মীন, কুম্ভ, মিথুনরাশি, মেষ

১৯৯৫ সালে সূর্যগ্রহণের পর দেশে ও বিশ্বে কোন কোন বড় দুর্ঘটনা ঘটেছিল?

-সূর্যগ্রহণের পরে, ২৪ অক্টোবরের পর আজারবাইজানের বাকু মেট্রোতে আগুন লেগে ২৮৯ জন যাত্রী মারা গিয়েছিল। যা বিশ্বের সবচেয়ে বিপজ্জন ও ভয়াবহ দুর্ঘটনাগুলির মধ্য়ে একটি।

– ১৯৯৫ সালের ৪ নভেম্বর, ইজরায়েলের প্রধানমন্ত্রী ইতজাক রাবিনকে হত্যা করা হয়েছিল।

– ১৯৯৫ সালের ৭ নভেম্বর, টাইফুন অ্যাঞ্জেলা নামে একটি ঝড় ফিলিপাইন এবং ভিয়েতনামে ব্যপক তাণ্ডব চালায়। এই সময়ে ৮৮২ জন মারা গিয়েছিল।