AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Solar & Lunar Eclipse in 2024: নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণে ভাগ্য ফিরবে ৪ রাশির! অতিসাবধানে থাকবেন কারা?

Zodiac Signs: ২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণের সময় হবে সকাল ১০টা ২৪ মিনিট থেকে বেলা ৩টে ১ মিনিট পর্যন্ত। এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল ৪ঘন্টা ২৬ মিনিট। তবে এই গ্রহণ ভারতে দেখতে পাওয়া যাবে না, বৈধ হবে না গ্রহণের সূতককালও। তবে গ্রহণের প্রভাব পড়বে ১২টি রাশির উপরও।

Solar & Lunar Eclipse in 2024: নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণে ভাগ্য ফিরবে ৪ রাশির! অতিসাবধানে থাকবেন কারা?
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 2:06 PM
Share

নতুন বছরের বহু গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হল অন্যতম। এই দুই মহাজাগতিক ঘটনা জ্যোতিষশাস্ত্র অনুসারেও রয়েছে বিশেষ অবদান। হিন্দুধর্ম মতে, গ্রহণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ে প্রতিটি মানুষের উপর। তাই গ্রহণ নিয়ে চর্চাও কম নয়। ২০২৪ সালে ৪ নয়, ৫টি গ্রহণ হতে চলেছে। এর মধ্যে পালিত হবে ২টি সূর্যগ্রহণ ও ৩টি চন্দ্রগ্রহণ।  ২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ পালিত হতে চলেছে আগামী ২৫ মার্চ, সোমবার। শুধু তাই নয়, এদিন পূর্ণিমা তিথিও পালিত হবে।

২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণের সময় হবে সকাল ১০টা ২৪ মিনিট থেকে বেলা ৩টে ১ মিনিট পর্যন্ত। এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল ৪ঘন্টা ২৬ মিনিট। তবে এই গ্রহণ ভারতে দেখতে পাওয়া যাবে না, বৈধ হবে না গ্রহণের সূতককালও। তবে গ্রহণের প্রভাব পড়বে ১২টি রাশির উপরও। চন্দ্রগ্রহণের প্রভাবে কোন কোন রাশির ভাগ্যের নক্ষত্র জ্বলবে আর সতর্ক থাকতে হবে কোন কোন রাশির জাতক-জাতিকাদেরও।

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। শত্রুদের থেকে নিরাপদ থাকতে হবে। সাবধানে গাড়ি চালানো উচিত। এই রাশির জাতক-জাতিকাদের শিব মন্দির বা বাড়ির মন্দিরে বসে চন্দ্রদেবের মন্ত্র জপ করা উচিত।

বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সাবধানে ব্যয় করা উচিত। এই রাশির জাতক-জাতিকাদের উচিত ছোট ছোট কন্যাদের জামাকাপড় দান করা উচিত।

মিথুন রাশি: এই চন্দ্রগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ ফল দিতে চলেছে। চাকরির সুযোগ নিয়ে উদ্বেগ দূর হবে ও ভাল সুযোগ পাওয়া যাবে। এই রাশির জাতক-জাতিকাদের উচিত গরুর সেবা করা ও ঘাস খাওয়ানো।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের কথাবার্তায় নিয়ন্ত্রণ আনা উচিত। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে বেশি সময় লাগবে না তাতে। তাই সতর্ক থাকুন। এই রাশির জাতক-জাতিকাদের উচিত কোনও গরিব ব্যক্তিকে বা মন্দিরে চিনি দান করা।

সিংহ রাশি: বছরের প্রথম চন্দ্রগ্রহণ সিংহ রাশির জাতকদের জন্য ভালো ফল দিতে চলেছে। খরচ কম হবে ও সঞ্চয় করতে পারবেন, এছাড়া অর্থ বিনিয়োগ করতে পারেন আপনি। এই রাশির জাতক-জাতিকাদের যেকোনও হাসপাতালে গিয়ে রোগীদের ফল দান করা উচিত।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের কোনও ধরনের আর্থিক ঝুঁকি নেওয়া উচিত নয় ও বিনিয়োগ এড়িয়ে চলা উচিত নয়। এছাড়া সম্পত্তি সংক্রান্ত কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। এই রাশির জাতক-জাতিকাদের উচিত দরিদ্রদের শস্য দান করা।

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য এই গ্রহণ স্বাভাবিক হতে চলেছে। এই সমস্যাগুলি এড়াতে এই রাশির জাতক-জাতিকাদের উচিত কোনও দরিদ্র মহিলাকে খাবার ও বস্ত্র দান করা।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবেন সারাক্ষণ। এই রাশির জাতক-জাতিকাদের চন্দ্রগ্রহণের প্রভাব এড়াতে শিব মন্দিরে সাদা কাপড় ও চাল দান করা উচিত।

ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকাদের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। সিদ্ধান্ত ভুলের কারণে বেশ কিছু বাধা আসতে পারে। এই রাশির জাতকদের মন্দিরে মিষ্টি, ফল ইত্যাদি দান করা উচিত।

মকর রাশি: এই গ্রহণের জেরে মকর রাশির জন্য খুব ভাল হতে চলেছে। বাকি থাকা সব কাজ সম্পন্ন করতে পারবেন। তাতে আপনি খুশি থাকবেন আপনি। এই রাশির জাতক-জাতিকাদের শিবকে তিল মিশ্রিত জল নিবেদন করা উচিত।

কুম্ভ রাশি: এই চন্দ্রগ্রহণ থেকে বিশেষ সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে এই রাশির। প্রতিকার হিসেবে যে কোনও ধর্মীয় এলাকার বাইরে গরিবদের দুধ বা দুগ্ধজাত দ্রব্য দান করা।

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি ভেবেচিন্তে নেওয়া উচিত। মানসিক বিভ্রান্তি এড়িয়ে চলুন এই সময়।পাখিদের বাজরা এবং বার্লি খাওয়ানো উচিত।