Shukra Mahadasha: মঙ্গল গোচরে মারাত্মক যোগ! ২০ বছর সবচেয়ে সাবধান থাকতে হবে এই রাশির জাতক-জাতিকারা

Zodiac Signs: শুক্র মহাদশায় জাতকদের আর্থিক অবস্থা, প্রেম জীবন যেমন অন্যের থেকে অনেক বেশি শক্তিশালী হয়, তেমনি জীবন হয় অত্যন্ত বিলাসপূর্ণ। প্রায় ২০ বছর ধরে চলে এই মহাদশা।

Shukra Mahadasha: মঙ্গল গোচরে মারাত্মক যোগ! ২০ বছর সবচেয়ে সাবধান থাকতে হবে এই রাশির জাতক-জাতিকারা
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 2:02 PM

জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র হল শারীরিক সুখ, সম্পদ, প্রেম, সৌন্দর্য, আকর্ষণের প্রতীক। জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের রাশি পরিবর্তনের জেরে বিভিন্ন ভাবে জাতক-জাতিকাদের জীবনে বড় প্রভাব পড়ে। সেই প্রভাব কখনও শুভ হয়. আবার অশুভ হয়ে থাকে। যাঁদের রাশিতে শুক্র গ্রহ বেশ প্রভাবশালী অবস্থানে থাকে, তাঁরা সব ক্ষেত্রে সাফল্য পান। শুক্র মহাদশায় জাতকদের আর্থিক অবস্থা, প্রেম জীবন যেমন অন্যের থেকে অনেক বেশি শক্তিশালী হয়, তেমনি জীবন হয় অত্যন্ত বিলাসপূর্ণ। প্রায় ২০ বছর ধরে চলে এই মহাদশা। শুক্রের মহাদশা দীর্ঘতম সময়কাল অর্থাৎ ২০ বছর স্থায়ী হয়।

শুক্রের মহাদশার প্রভাব

জ্যোতিষীদের মতে, যাঁদের রাশিতে শুক্র প্রভাবশালী অবস্থানে থাকে, তাঁরা ভাগ্যের পূর্ণ সমর্থন পান। এর সঙ্গে শুক্রের শুভ দিকটির কারণে একজন ব্যক্তি সম্পদ, সৌন্দর্য, প্রেম এবং বিলাসের ক্ষেত্রে সুখ পান। অন্যদিকে, যেসব রাশিতে শুক্র দুর্বল অবস্থায় থাকে, তাদের জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

শুক্রকে শক্তিশালী করার উপায়

– শুক্রবার দেবী লক্ষ্মী ও শুক্র দেবের পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায়। এ দিন জাতককে ‘শুঁ শুক্রায় নমঃ’ মন্ত্রটি জপ করতে হবে। এতে করে ব্যক্তি বিশেষ সুবিধা পেতে পারেন জাতক-জাতিকারা।

– প্রতি শুক্রবার পিঁপড়েকে ময়দা বা চিনি খেতে দিন। বিশ্বাস করা হয় যে এর প্রভাবে শুক্র দোষ কমে যায় ও জাতক-জাতিকারা অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন।

– প্রতি শুক্রবার কোনও দুঃস্থকে দুধ, দই, ঘি, সাদা কাপড় বা সাদা রঙের মুক্তো দান করতে পারেন। এর সঙ্গে এই দিনে সাদা জিনিস ব্যবহার করুন।