AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Encounter: আরেক সীমান্তে এবার ভারতীয় সেনার বড় অভিযান শুরু, নিকেশ ১০ জঙ্গি

Security Force: জানা গিয়েছে, ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। রাত থেকে ভোর  পর্যন্ত চলে গুলির লড়াই। সেই সংঘর্ষেই ১০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

Encounter: আরেক সীমান্তে এবার ভারতীয় সেনার বড় অভিযান শুরু, নিকেশ ১০ জঙ্গি
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 15, 2025 | 10:37 AM
Share

নয়া দিল্লি: সীমান্তে শুরু নয়া সংঘর্ষ। শুধু দেশের পশ্চিম সীমান্তে অর্থাৎ পাকিস্তানের জঙ্গিদের নিকেশ করাই নয়, এবার উত্তর-পূর্বে মায়ানমার সীমান্তে জঙ্গি সংগঠনগুলির উপরে প্রত্যাঘাত চালালো অসম রাইফেলসের জওয়ানরা। নিকেশ করা হল ১০ জঙ্গিকে।

জানা গিয়েছে, ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। রাত থেকে ভোর  পর্যন্ত চলে গুলির লড়াই। সেই সংঘর্ষেই ১০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

ভারত-মায়ানমার সীমান্তে নতুন সমতাল গ্রামের খেনজয় তহশীলের চন্ডেল জেলায় এই প্রত্যাখাত করেছে ভারতীয় সেনা। মোট ১০ জন জঙ্গি নিকেশ করেছে অসম রাইফেলস। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এখনও গুলি লড়াই চলছে বলে ভারতীয় সেনার সূত্রে খবর।

পড়শি দেশ থেকে উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করছে এই সংগঠনগুলি। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী মণিপুরের চান্ডেল জেলায় নিউ সমতাল গ্রামে তল্লাশি চালাচ্ছিল। সেই সময়ই সংঘর্ষ শুরু হয়।